দীর্ঘ বিরতির পর নাঈম শেখ ফিরেছেন জাতীয় দলে। তবে ফিরে খুব বড় কিছু করতে পারছেন না। শ্রীলঙ্কার পর এবার পাকিস্তানের বিপক্ষেও ব্যর্থ হয়েছেন তিনি। ইনিংসের দ্বিতীয় ওভারেই তিনি এবার ফিরে গেছেন সাজঘরে।
প্রায় তিন বছর পর দলে ফিরেছিলেন শ্রীলঙ্কা সফরে। তবে সে ম্যাচে তিনি অপরাজিত ৩২ রান করেন ২৯ বল খেলে। এরপরই তাকে দল থেকে সরিয়ে দেওয়া হয়। এরপর এবার তানজিদ তামিমকে বিশ্রাম দিয়ে তাকে ফেরানো হয় ওপেনিং জুটিতে।
তবে এই ভূমিকাতেও ব্যর্থ হলেন তিনি। ৭ বল খেলে ৩ রান করেছেন। শেষে তিনি ফাহিম আশরাফকে স্কুপ করতে গিয়ে ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে মোহাম্মদ হারিসের হাতে। তাতে দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশ তাদের প্রথম উইকেট খুইয়ে বসে মোটে ৫ রান তুলতেই।
প্রথম টি-টোয়েন্টি জিতে সিরিজ জয়ের দুয়ারে আছে বাংলাদেশ। আজ দ্বিতীয় ম্যাচে জিতলেই এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে লিটন দাসের দল।
পাকিস্তানের পরিস্থিতিটা পুরোপুরি উল্টো। প্রথম ম্যাচে হেরে সিরিজ হারের দুয়ারে আছে সফরকারীরা। এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই ম্যাচ জেতা ছাড়া উপায় নেই তাদের।