অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির দ্বিতীয় টেস্টে অনবদ্য আম্পায়ারিংয়ের জন্য প্রশংসিত হচ্ছেন শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বাংলাদেশি আম্পায়ারের দারুণ আম্পায়ারিংয়ের ভূয়সী প্রশংসা করেছেন খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে।
এজবাস্টনে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়ে সিরিজে ফিরেছে ভারত। টেস্টের পাঁচ দিনে সৈকত আম্পায়ারিংয়ে ছিলেন স্থির ও আত্মবিশ্বাসী। তার দেওয়া ১০টি সিদ্ধান্ত রিভিউ হয়। মাত্র দুটি সিদ্ধান্ত পরিবর্তন হয়। অর্থাৎ ৮০ শতাংশ সিদ্ধান্তই সঠিক দিয়েছেন।
এ টেস্টে সৈকতের সঙ্গে ছিলেন নিউজিল্যান্ডের ক্রিস গ্র্যাফানি, যিনি পাঁচটি রিভিউর মধ্যে চারটিই সঠিক দেন। ম্যাচশেষে খ্যাতিমান ক্রিকেট বিশ্লেষক হার্শা ভোগলে বলেন, ‘এই ম্যাচে আম্পায়ারিং অসাধারণ হয়েছে। ক্রিস গ্র্যাফানির কাছ থেকে তো মান আশা করা যায়ই, কিন্তু শরফুদ্দৌলা সৈকত দুর্দান্ত ছিলেন।’
সবচেয়ে আলোচিত সিদ্ধান্ত ছিল ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের এলবিডব্লিউ। ওয়াশিংটন সুন্দরের এক ডেলিভারিতে বল ও ব্যাট কাছাকাছি থাকায় বিষয়টি ছিল জটিল। তবে সৈকতের সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয় বল ট্র্যাকিংয়ে। এমন জটিল মূহূর্তে সিদ্ধান্ত দেয়ায় তার পর্যবেক্ষণ দক্ষতা নিয়ে প্রশংসা করছেন অনেকেই।