সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৪-০ গোলে হারিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। দলের এই অর্জনে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
উপদেষ্টা আসিফ মাহমুদ এক অভিনন্দন বার্তায় বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের নারী ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা অনুপ্রাণিত করবে।
ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন ক্রীড়া উপদেষ্টা। খেলোয়াড়দের পাশাপাশি কোচ ও ফুটবল ফেডারেশনের সংশ্লিষ্ট সকলকেও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
সোমবার ম্যাচের আট মিনিটে প্রথম গোল করেন সাগরিকা। আগের তিন ম্যাচ খেলতে না পারার শোধই যেন নিলেন নেপালের বিপক্ষে। ৫১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। মিনিটসাতেক পর সতীর্থের কাছ থেকে লং পাসে বল পেয়ে সামনে এগিয়ে যান সাগরিকা। গোলকিপার সুজাতাও এগিয়ে আসেন। কিন্তু গোলকিপারের মাথার ওপর দিয়ে বল জালে জড়ান বুদ্ধিদীপ্ত সাগরিকা (৩-০)।
সেই সঙ্গে টুর্নামেন্টে নিজের দ্বিতীয় হ্যাটট্রিকও পূর্ণ করেন। ৭১ মিনিটে সাগরিকার আরেকটি গোল বাতিল হয় অফসাইডে। ৭৭ মিনিটেও ফের সাগরিকাঝলক। মুনকি আক্তারের ক্রসে পাওয়া বল নিয়ে অসাধারণ এক শটে গোল করেন তিনি (৪-০)। তাতেই নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা।