দুই বলে ২ উইকেট নিলেন নাসুম

সিরিজ হার এড়ানোর চ্যালেঞ্জ নেদারল্যান্ডস দলের সামনে। দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে মাঠে নেমে ইনিংসের প্রথম দুই ওভারে মেহেদী হাসান ও তাসকিন আহমেদের করা ওভারে ১৪ রান সংগ্রহ করে ডাচরা।

ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই দলকে ব্রেকথ্রু উপহার দেন নাসুম আহমেদ। ওভারের দ্বিতীয় বলে ম্যাক্স ও’ডাউডকে তাওহিদ হৃদয়ের ক্যাচ বানানোর পর তৃতীয় বলে তেজা নিদামানুরুকে পারভেজ হোসেনের ক্যাচ পরিনত করেন নাসুম। এই বাঁহাতি স্পিনারকে হ্যাটট্রিক করতে দেননি ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস।

এরপর ডাচ শিবিরে আঘাত হানেন তাসকিন আহমেদ। তার বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার বিক্রমজিত সিং। তিনি ১৭ বলে চার বাউন্ডারিতে ২৪ রান করে দলীয় ৩৭ রানে ফেরেন।

সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিং নেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস।

আজকের ম্যাচে বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম খেলছেন না আজ। তাদের পরিবর্তে নেওয়া হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসানকে।

নেদারল্যান্ডস দলে পরিবর্তন একটি। টিম প্রিঙ্গলের বদলে নেওয়া হয়েছে সিকান্দার জুলফিকারকে।

এশিয়া কাপে খেলতে দুবাই যাওয়ার আগে ডাচদের বিপক্ষে এই সিরিজ দিয়েই প্রস্তুতিতে পূর্ণতা আনতে চায় বাংলাদেশ। ভালো দল হওয়ার পথে কোনো ধরনের ঘাটতি রাখতে চায় না টাইগাররা।

বাংলাদেশে: পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, লিটন দাস, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তানজিম সাকিব।