নাটকীয়ভাবে এশিয়া কাপ হকিতে বাংলাদেশ!

স্টাফ রিপোর্টার: ইন্দোনেশিয়ার জাকার্তায় গত এপ্রিলে অনুষ্ঠিত এএইচএফ কাপে ব্যর্থ হওয়ায় বাংলাদেশ প্রথমবারের মতো এশিয়া কাপ হকিতে খেলার সুযোগ হারায়। তবে ২৭ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ভারতের রাজগিরিতে হতে যাওয়া আট দলের এশিয়া কাপে খেলার সুযোগ মিলতে পারে বাংলাদেশের। শনিবার বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক লে. কর্নেল (অব.) রিয়াজুল হাসান তেমন আভাসই দিলেন। কোয়ালিফাই না করে কিভাবে খেলবে বাংলাদেশ? রিয়াজুল হাসানের কথায়, ‘এশিয়ান হকি ফেডারেশন আমাদের কাছে জানতে চেয়েছে, যদি আমরা সুযোগ পাই তাহলে খেলব কিনা। আমরা খেলব বলে দিয়েছি। এমন সুযোগ হাতছাড়া করা যাবে না।’ জানা গেছে, এশিয়া কাপের আট দলের মধ্যে কোনো একটা দেশের অংশ না নেওয়ার সম্ভাবনা আছে। হতে পারে ভারতে খেলতে যাবে না পাকিস্তান। তাতে এশিয়ান হকি ফেডারেশনকে যাতে একটি দল কম নিয়ে টুর্নামেন্ট আয়োজন করতে না হয় সেজন্য তারা বাংলাদেশের সঙ্গে কথা বলেছে। এশিয়ান হকি ফেডারেশন থেকে এমনও বলা হয়েছে যে, বাংলাদেশ সম্মত না থাকলে অন্য কোনো দেশকে এই প্রস্তাব দেবে। হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক বলেছেন, ‘পুরো বিষয়টি এখনো মৌখিক পর্যায়ে আছে। অফিশিয়াল প্রস্তাব এলে আমরা অফিশিয়াল সম্মতি জানাব। তবে এটা ঠিক সুযোগ আসলে আমরা খেলব।’