স্টাফ রিপোর্টার:অনাকাঙ্ক্ষিত বিরতি শেষে এনসিএল মাঠে গড়িয়েছে আবার। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনের খুলনার মুখোমুখি হয়েছিল নাজমুল হোসেন শান্তর রাজশাহী। এই ম্যাচে ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এরপরও তিনি ম্লান হয়ে গেছেন হাবিবুর রহমান সোহানের কাছে। ৪৫ বলে ৯৪ রানের ইনিংস খেলে তিনিই জিতিয়েছেন রাজশাহীকে।
তবে ম্যাচের প্রথমার্ধে আলো ছড়িয়েছিলেন সৌম্য সরকার। এনামুল হক বিজয় ২ রান করে ফিরলেও ওপেন করতে নেমে ৩৪ বলে ৬৩ রানের দারুণ এক ইনিংস খেলেছেন সৌম্য। বাঁহাতি এই ওপেনারকে শেষমেশ বিদায় করেছেন শান্ত। তার বলে এস এম মেহেরবকে ক্যাচ দেন সৌম্য। তাকে সঙ্গ দিয়েছেন আফিফ হোসেন, ৪৫ বলে ৫০ রানের ইনিংস খেলেছেন তিনি। দু’জনের ফিফটির সুবাদে খুলনা ৭ উইকেট খুইয়ে তোলে ১৭১ রান।
হাবিবুর রহমান সোহান/ফাইল ছবি
জবাবে শান্তকে সঙ্গে নিয়ে সোহান ঝোড়ো শুরু এনে দেন রাজশাহীকে। দুজনের ওপেনিং জুটিতে ১৩ ওভার না যেতেই ১৪৮ রান চলে আসে। সেঞ্চুরির ৬ রান আগে ফেরা সোহানের বিদায়ে জুটি ভাঙে। এরপর সাব্বির হোসেন বিদায় নেন এক অঙ্কে। তবে শান্ত এরপর দলকে জিতিয়েই মাঠ ছেড়েছেন। ৩৯ বলে ৬৫ রানের ইনিংস খেলে ফেরেন তিনি।
প্রথম ম্যাচে ঢাকা মেট্রোর কাছে হেরেছিল। আজ এই জয় দিয়ে খাতা খুলল শান্তর দল। নিজেদের পরের ম্যাচে শান্তরা মুখোমুখি হবেন চট্টগ্রামের। আগামী ২৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে সে ম্যাচ।