ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় খেলোয়াড়রা অধিক সাফল্য অর্জন করে

নাগদাহে ১৬ দলের বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনকালে আলমডাঙ্গার ইউএনও

আলমডাঙ্গা ব্যুরো: নাগদাহ গ্রামবাসী আয়োজিত ১৬ দলের বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় এক শূন্য গোলে হরিণাকু-ু ক্রীড়া কল্যাণ অ্যাকাডেমিকে হারিয়ে জয় ছিনিয়ে নিয়েছে নাগদাহ অনির্বাণ ক্লাব। গতকাল শনিবার বিকেলে আলমডাঙ্গার নাগদাহ মাধ্যমিক  বিদ্যালয়মাঠে এ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জোয়ার্দ্দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন  আলমডাঙ্গা উপজেলা  নির্বাহী অফিসার রনি আলম নূর। এ সময় তিনি বলেন, বর্তমান প্রজন্মকে মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলা শুধু আমাদের শরীরকেই সুস্থ রাখে না, মানসিকভাবেও সুস্থ রাখে। আমাদের মনোবল ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ভবিষ্যত চ্যালেঞ্জ মোকাবেলায় অধিকযোগ্য করে তোলে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গার সরকারি কলেজের ভরপ্রাপ্ত অধ্যক্ষ আবু সৈয়দ মোহাম্মদ আল মামুন রেজা, সহকারী অধ্যাপক আব্দুল মোনায়েম, নাগদাহ ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নাগদাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনন্দ কুমার শীল, নাগদাহ স:প্রা:বি:র প্রধান শিক্ষক ফিরোজ মোহাম্মদ আবু সিদ্দীক। খেলায় শ্রেষ্ঠ খেলোয়াড় নির্বাচিত হন নাগদাহ অনির্বাণ ক্লাবের খেলোয়াড় শফিকুল ইসলাম, শ্রেষ্ঠ গোলকিপার একই ক্লাবের বিপ্লব হোসেন। নাগদাহ অনির্বাণ ক্লাবের অধিনায়ক আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক মাহফুজুর রহমানের অসাধারণ নেতৃত্বে নাগদাহ অনির্বাণ ক্লাব জয়লাভ করে।

Comments (0)
Add Comment