বাংলাদেশে এবারের সফরে নাজেহাল অবস্থা পাকিস্তান ক্রিকেট দলের। ১৯৯২ সালের বিশ্বকাপ জয়ী দলটি তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে এসে চরম অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে।
সিরিজের প্রথম ম্যাচে ১৯.৩ ওভারে ১১০ রানে অলআউট হয়ে ম্যাচ হারে ৭ উইকেটে।
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে ১২০ বলে ১৩৪ রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে আগা সালমানের নেতৃত্বাধীন পাকিস্তান।
এদিন স্কোর বোর্ডে ১৫ রান জমা করতেই পাকিস্তান হারায় প্রথম সারির ৫ ব্যাটসম্যানের উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশ সবচেয়ে কম রানে প্রতিপক্ষের ৫ উইকেট তুলে নিল আজ।
পাকিস্তানও এই সংস্করণে এর আগে এত কম রানে ৫ উইকেট হারায়নি। পাকিস্তানের আগের রেকর্ড ছিল ১৬ রান ৫ উইকেট । সেটা গত বছর অস্ট্রেলিয়ার বিপক্ষে।
অন্যদিকে বাংলাদেশ এর আগে ২০২১ সালে পাপুয়া নিউগিনির বিপক্ষে ২৪ রানে ৫ উইকেট শিকার করেছিল।