রেকর্ডবইয়ে তোলপাড় ফেলে দিয়েছেন উইয়ান মুল্ডার। কাটাকুটি হয়েছে, পুরোনোটা ভেঙেছেন। লেখা হয়েছে দক্ষিণ আফ্রিকার অধিনায়কের নাম। জিম্বাবুয়ের বিপক্ষে মুল্ডারের এক ডাবল (২৬৪*) গড়েছে কমপক্ষে ১০টি রেকর্ড। বুলাওয়ে টেস্টের প্রথম দিনে তার এক ইনিংসে ভর করে ৪৬৫ রান তুলে আছে দক্ষিণ আফ্রিকা।
দেখে নেওয়া যাক, কী কী রেকর্ড হলো—
১. মুল্ডারের অপরাজিত ২৬৪ রান অধিনায়কত্ব অভিষেকে কোনো ব্যাটারের সর্বোচ্চ ইনিংস। তার আগে ১৯৬৮ সালে নেতৃত্বে অভিষেকে ২৩৯ রান করেছিলেন নিউজিল্যান্ডের গ্রাহাম ডোলিং। ৫৭ বছর ধরে অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেকে এটি ছিলো সর্বোচ্চ ইনিংস।
২. মুল্ডারের ইনিংসটি দক্ষিণ আফ্রিকার কোনো ব্যাটারের জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান। ২০০১ সালে হারারেতে গ্যারি কারস্টেনের করা ২২০ রানের রেকর্ড ভেঙেছেন তিনি। আজ দ্বিতীয় দিনেও ব্যাট করবেন।
৩. মুল্ডার তার ডাবল সেঞ্চুরি পূরণ করেছেন ২১৪ বলে। দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড এটি। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে করা হার্শেল গিবসের ২১১ বলে ডাবল সেঞ্চুরি সবার ওপরে।
৪. মুল্ডার তার ইনিংসে এখন পর্যন্ত ৩৪টি চার এবং ৩টি ছক্কা হাঁকিয়েছেন। চার ও ছক্কার মোট সংখ্যায় (৩৭) এক ইনিংসে দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ এখন মুল্ডারের ইনিংসটি।
৫. মুল্ডারের অপরাজিত ২৬৪ রান একদিনে তোলা দক্ষিণ আফ্রিকান কোনো ব্যাটারের সর্বোচ্চ। ২০০৩ সালে হার্শেল গিবস পাকিস্তানের বিপক্ষে টেস্টে একদিনে করেছিলেন ২২৮ রান।
৬. টেস্টের উদ্বোধনী দিনে মুল্ডারের ২৬৪ রান দ্বিতীয় সেরা। ৩০৯ রান নিয়ে এক নম্বরে আছেন ডন ব্র্যাডম্যান।
৭. মুল্ডার তার ইনিংসে চা-বিরতির পর ১৩১ রান নিয়েছেন। টেস্ট ইতিহাসে এক সেশনে সপ্তম সর্বোচ্চ রান নেওয়ার রেকর্ড এটি। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে যা প্রথম।
৮. মুল্ডারের ২৬৪ রান এসেছে ২৫৯ বলে। স্ট্রাইক রেট ১০১.৯৩। টেস্ট ইতিহাসে ২৫০+ স্কোর করা ইনিংসে এ নিয়ে কেবল পাঁচবার ব্যাটার একশর ওপর স্ট্রাইকরেটে ব্যাটিং করলেন।
৯. প্রথম দিনে ৪ উইকেটে ৪৬৫ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। টেস্টে একদিনে এটিই প্রোটিয়াদের সর্বোচ্চ সংগ্রহ। এর আগে ২০০৩ সালে কেপটাউনে পাকিস্তানের বিপক্ষে একদিনে ৪৪৫ তুলেছিল প্রোটিয়ারা।
১০. টেস্ট ক্রিকেটের ১৪৮ বছরের ইতিহাসে এ নিয়ে ৩৪ জন ক্রিকেটার অধিনায়কত্বের অভিষেকেই সেঞ্চুরি পেলেন। তবে ডাবল সেঞ্চুরি পেয়েছেন মাত্র ৩ জন। মুল্ডার তাদের একজন।