মাথাভাঙ্গা মনিটর: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে জিতলেও চারদিনের খেলার শুরু থেকেই কেমন যেন ম্যাড়মেড়ে বাংলাদেশ ‘এ’ দল। সিলেটে চারদিনের ম্যাচে একজন বিচ্ছিন্নভাবে ভাল করলেও দল হিসেবে খেলতে পারেনি বাংলাদেশ ‘এ’। একজনার নজরকাড়া পারফরমেন্সের ওপর ভিত্তি করেই সিলেটে ৪ দিনের ম্যাচের প্রথম তিনদিনের একদিনও চালকের আসনে বসতে পারেনি নুরুল হাসান সোহানের দল। তা পারেনি বলেই শেষ পর্যন্ত প্রথম ৪ দিনের ম্যাচে ৭০ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। ফাস্ট বোলার খালেদ (৬/৫৯) আর এনামুলের (৩/৩২) বারুদে বোলিংয়ে কিউই ‘এ’ দলকে ২৫৬ রানে বেঁধে ফেলেও কাজ হয়নি। অধিনায়ক নুরুল হাসান সোহানের সেঞ্চুরিতে ১২ রানের ছোট্ট লিডই হয়েছে সার; কিন্তু কিউই ‘এ’ দল ক্যাপ্টেন জো কার্টার (৫৮) আর মিডল অর্ডার নিক ক্যালির (১২২) শক্ত প্রতিরোধের মুখে খেই হারিয়ে যায় বাংলাদেশ ‘এ’ দলের। প্রথম ইনিংসের (২৫৬) মত দ্বিতীয় ইনিংসেও (২৫৭) সমান দৃঢ়তায় ব্যাট করলে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে বাংলাদেশ ‘এ’। জিততে দরকার পরে ২৪৬ রানের। কিন্তু ওপেনার জাকির হাসান (৫০) ওয়ান ডাউন মাহিদুল ইসলাম অংকন (৫৭ নট আউট) আর অধিনায়ক নুরুল হাসান সোহান (২৭) ছাড়া আর কেউ মাথা তুলে দাঁড়াতে না পারলে মাত্র ১৭৫ রানে শেষ হয় ‘এ’ দলের দ্বিতীয় ইনিংস। ৭০ রানের বড় পরাজয় এসে ভর করে। নিউজিল্যান্ডের লেগস্পিনার অদিত্য অশোকের স্পিন ঘূর্ণির মুখেই হার মানে বাংলাদেশ ‘এ’। এই লেগস্পিন গুগলি বোলার একাই দখল করেন ৫ উইকেট।