শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে টানা পঞ্চম জয় বাংলাদেশের

স্টাফ রিপোর্টার: সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপার দিকে ধাপে ধাপে এগিয়ে চলছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার রাতে বসুন্ধরা কিংস অ্যারেনার ট্রেনিং গ্রাউন্ডে ভুটানকে হারানোর পর আজ নিজেদের পঞ্চম ম্যাচে শ্রীলঙ্কাকেও বড় ব্যবধানে হারিয়েছে লাল-সবুজের দল। লঙ্কানদের জালে গুণে গুণে ৫ গোল দিয়েছে স্বাগতিকরা। প্রথমার্ধে ২ গোল করা পিটার বাটলারের শিষ্যরা এরপর দ্বিতীয়ার্ধে দিয়েছে আরও ৩ গোল। বাংলাদেশ দল নিয়ে এ টুর্নামেন্টে প্রধান কোচ বাটলার পরীক্ষা-নিরীক্ষার মধ্যেই আছেন। আজও মূল একাদশ মাঠে নামাননি তিনি। ৫ পরিবর্তন নিয়ে দল সাজান তিনি। প্রথম গোলটি আসে ম্যাচের ২৫ মিনিটে। বক্সের বাইরে থেকে কানন রানী বাহাদুরের নেওয়া শট থেকে প্রথম গোল পায় বাংলাদেশ। ৩৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ এসেছিল। কিন্তু সুরমা জান্নাতের শট পোস্টে লেগে ফিরে আসে। যোগ করা সময়ে দ্বিতীয় গোল করেন পূজা দাস। এর আগে তৃষ্ণার শট পোস্টে লেগে ফিরে আসে। সেই সুযোগটাই কাজে লাগান পূজা। ফলে ২-০ স্কোরলাইন নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। বিরতির পর শ্রীলঙ্কাকে আরও চেপে ধরার চেষ্টা করে বাংলাদেশ। বদলি হিসেবে মাঠে নামেন আফঈদা খন্দকার, স্বপ্না রানী, মুনকি আক্তার, উমেহলা মারমা। ৭৩ মিনিটে ব্যবধান ৩-০ করেন পূজা। চতুর্থ গোলটি করেন তৃষ্ণা, ৮৬ মিনিটে স্বপ্না রানীর পাস থেকে বল পেয়ে গোলটি করেন তিনি। যোগ করা সময়ের সপ্তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন আফঈদা। তার গোলেই ৫-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বাংলাদেশ। ১২ পয়েন্ট নিয়ে দুইয়ে নেপাল।