সাকিবের দলে ফেরা নিয়ে যা বললেন বিসিবি সভাপতি

স্টাফ রিপোর্টার: কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে দেশ ছাড়ার পর থেকেই আলোচনায় রয়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। সর্বশেষ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মাগুরা-১ আসনে এমপি নির্বাচিত হন তিনি। এরপর তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হওয়ায় তিনি দেশে ফিরছেন না বলে গুঞ্জন চলছে। সাকিবের বিরুদ্ধে মামলা থাকায় তিনি গত বছরের আগস্টে ভারতের বিপক্ষে খেলার পর থেকে জাতীয় দলের বাইরে রয়েছেন। এমন অবস্থায় তার দলে ফেরা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন,’সাকিবের দলে ফেরা নিয়ে অফিসিয়ালি কিছুই জানি না। বোর্ডে এ নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। ক্রিকেটের বাইরের বিষয় নিয়ে আমরা তেমন আলোচনা করি না।’ তবে বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন,’সাকিব বাংলাদেশের ইতিহাসের সেরা ক্রিকেটার। তার জন্য দলের দরজা সবসময় খোলা। এখন বিষয়টি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তারা বিষয়টি নজরে রেখেছে এবং আলোচনা করবে।’ বর্তমানে সাকিবের জাতীয় দলে ফেরার বিষয়টি অনিশ্চিত। বিসিবি কর্তৃপক্ষের মন্তব্য থেকে ধারণা করা যাচ্ছে, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে সময় লাগবে।