আরব আমিরাতে এশিয়া কাপ শুরু হতে মাঝে আর মাত্র ১১দিন বাকি। আগামী ৯ সেপ্টেম্বর মরুর বুকে শুরু হবে এশিয়ান ক্রিকেটের সবচেয়ে বড় আসর এশিয়া কাপ। টুর্নামেন্টের আগে নিজেদের প্রস্তুতি ঝালাই করে নিতে নেদারল্যান্ডসকে আতিথেয়তা দিচ্ছে বাংলাদেশ।
৩০ আগস্ট সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। একই ভেন্যুতে ১ ও ৩ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি দুই ম্যাচ।
সিরিজ শুরুর আগে বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস বলেন, ‘সিলেটের উইকেট ব্যাটসম্যান-বোলারদের জন্য আদর্শ। এখানকার মতো কন্ডিশন আবুধাবিতেও পাওয়ার সম্ভাবনা আছে। দলের খেলোয়াড়রা জানে, এখানকার কন্ডিশন কেমন হতে পারে। ম্যাচের কন্ডিশন কাজে লাগিয়ে ম্যাচের ফলাফল বের করার চেষ্টা করবো। ২০০-২৫০ রান করা অভ্যাসের বিষয়। না পারলেও ওই ধারাবাহিকতায় পৌছানোর চেষ্টা করবো।’
লিটন আরও বলেন, ‘তারা ভালো উইকেটে খেলে অভ্যস্ত। দুই দলের জন্যই চ্যালেঞ্জ থাকবে। এশিয়া কাপের আগে কিছু খেলোয়াড় পরীক্ষা করা গেলে করব। একই সঙ্গে আমাদের জেতার জন্য যেতে হবে।’
অধিনায়ক আরও বলেন, ‘আজকের দিনের ক্রিকেটে ফিটনেস খুবই গুরুত্বপূর্ণ। ঢাকায় ফিটনেস ট্রেনিংটা কাজে লাগবে। পাওয়ার হিটিং ক্লাসে নতুনত্ব ছিল। কিন্তু কোন কিছু এক-দুই দিনে হয়ে যায় না। সেজন্য সময় দিতে হবে। যে যার প্যাটার্নে ক্রিকেট খেলে। চেষ্টা করছে এর মধ্যে ভিন্ন কিছু করার।’