আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

 

স্টাফ রিপোর্টার: আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস। প্রতিবছর ১১ অক্টোবর বিশ্বব্যাপী নানা আয়োজনে দিবসটি পালন করা হয়ে থাকে। এই দিবসকে মেয়েদের দিনও বলা হয়। লিঙ্গ বৈষম্য দূর করাই মূলত এই দিবসের অন্যতম প্রধান উদ্দেশ্য। এ ছাড়াও শিক্ষার অধিকার, পরিপুষ্টি, আইনি সহায়তা ও ন্যায় অধিকার, চিকিৎসা সুবিধা ও বৈষম্য থেকে সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি নারীর বিরুদ্ধে হিংসা ও বলপূর্বক তথা বাল্যবিয়ে বন্ধের গুরুত্বও বহন করে দিবসটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়ে থাকে। বেসরকারি বিভিন্ন সংস্থার পাশাপাশি দেশের বিভিন্ন জেলায় সরকারিভাবেও বিভিন্ন কর্মসূচি পালনের কথা রয়েছে। এদিকে পস্ন্যান ইন্টারন্যাশনাল নামের বেসরকারি অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের উৎপত্তি হয়। পরে রাষ্ট্রসংঘের সাধারণ সভার মধ্যে কানাডায় আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উদযাপনের প্রস্তাব শুরু হয়। ২০১১ সালের ১৯ ডিসেম্বর এই প্রস্তাব রাষ্ট্রসংঘের সাধারণ সভায় গৃহীত হয় ও ২০১২ সালের ১১ অক্টোবর প্রথম আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করা হয়।

Comments (0)
Add Comment