ঈদযাত্রার ৭ জুলাইয়ের বাস টিকিট শেষ প্রথম দিনই

স্টাফ রিপোর্টার: ঈদ-উল-আজহাকে সামনে রেখে ঢাকার গাবতলী-কল্যাণপুর ও আশপাশের এলাকার বাস কাউন্টারগুলো থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার কাউন্টারগুলোতে টিকিট প্রত্যাশীদের তেমন ভিড় দেখা না গেলেও ৭ জুলাইয়ের টিকিট প্রথম দিনই শেষ হয়ে গেছে বলে জনিয়েছেন কাউন্টারকর্মীরা। আগামী ১০ জুলাই বাংলাদেশে ঈদ হবে ধরে নিয়ে ঈদযাত্রার বাসের অগ্রিম টিকেট বিক্রি করা হচ্ছে। তার আগের দুদিন পড়েছে শুক্র ও শনিবার। ফলে ঈদের আগে শেষ কর্মদিবস থাকছে ৭ জুলাই, সেদিন বিকেল থেকেই যাত্রীদের চাপ শুরু হবে। কল্যাণপুরের শ্যামলী এসপি পরিবহনের কাউন্টারে টিকিটের জন্য আসা এক বেসরকারি কর্মকর্তা জানান, ৭ জুলাই রাতে নওগাঁ যাওয়ার টিকেট কিনতে চেয়েছিলেন তিনি। কিন্তু কাউন্টার বা অনলাইনে টিকেট পাননি। টিকেট নাই বলছে। অনলাইনেও টিকেট কেনার চেষ্টা করছি। কিন্তু পাচ্ছি না।’ রংপুরগামী বাসের টিকেট নিতে আসা মোমিনুর বলেন, ৭ জুলাইয়ের টিকেট কিনতে চাইলেও তাকে কাউন্টার থেকে বলে দেয়া হয়েছে টিকিট ‘নেই’। এ বিষয়ে শ্যামলী পরিবহনের কাউন্টার ব্যবস্থাপক সালাম গণমাধ্যমকে বলেন, টিকেট নেয়ার জন্য যাত্রীদের ভিড় ছিলো ভোরবেলায়। সবচেয়ে বেশি বিক্রি হয়েছে ৭ ও ৮ তারিখের টিকেট। এ কারণে ওই দুই দিনের টিকেট শেষ হয়ে গেছে। তবে এখনও ৬ তারিখের টিকেট আছে।’ এসআর পরিবহনের কাউন্টারের ব্যবস্থাপক রাজিব আহমেদ জানান, ‘খুব ভিড় হয় যা সামলানো কঠিন। তাছাড়া নানা ঝামেলা হয়। এজন্য অনলাইনে দিয়ে দেয়া হয়েছে। সেখান থেকে যাত্রীরা টিকেট কিনতে পারবেন।’ তবে অনলাইনেও টিকিট পাচ্ছেন না বলে জানাচ্ছেন অনেকে। বগুড়া যাওয়ার টিকিট কিনতে আসা শহিদুল ইসলাম জানান, ‘সহজ ডটকমের ওয়েবসাইটে গিয়ে অনেক্ষণ চেষ্টা করেছি। কিন্তু কোনো টিকিট না পাওয়ায় কাউন্টারে আসলাম। কিন্তু কাউন্টার থেকেও বলা হচ্ছে টিকিট নেই।

Comments (0)
Add Comment