করোনায় আরও ২৫ জনের মৃত্যু : বেশি খুলনায়

স্টাফ রিপোর্টার: করোনায় আক্রান্ত হয়ে দেশে আরো ২৫ জনের মৃত্যু ঘটেছে গতকাল সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টার হিসাবে। একই সময়ে নতুন শনাক্ত হয়েছে এক হাজার ৪৪১ জন ও সুস্থ হয়েছে ৮৩৪ জন। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৮.১৫ শতাংশ। স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। ওই তথ্য অনুসারে এ পর্যন্ত মোট শনাক্ত সাত লাখ ৯০ হাজার ৫২১ জন। এর মধ্যে মারা গেছে ১২ হাজার ৪০১ জন ও সুস্থ হয়েছে সাত লাখ ৩১ হাজার ৫৩১ জন। ওই তথ্য অনুসারে হাসপাতালে এখন করোনা রোগীদের জন্য নির্ধারিত জেনারেল বেডের ৮৩ শতাংশ (১১৯৭০টির মধ্যে ৯৯০৬) এবং আইসিইউ বেডের ৭৪ শতাংশ (১১৪৩টির মধ্যে ৮৩৯টি) খালি পড়ে আছে। জেনারেল ও আইসিইউ বেডসহ মোট খালি আছে ৮২ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টার হিসাবে মৃত ২৫ জনের মধ্যে ২১ জন পুরুষ ও চারজন নারী। যাদের বয়স ২১-৩০ বছরের একজন, ৪১-৫০ বছরের চারজন, ৫১-৬০ বছরের সাতজন ও ষাটোর্ধ্ব ১৩ জন। যারা ঢাকা বিভাগের ছয়জন, চট্টগ্রামের ছয়জন, রাজশাহীর তিনজন, খুলনার সাতজন, রংপুরের তিনজন রয়েছেন। এ হিসাবে গতকাল সর্বোচ্চ মৃত্যু ঘটেছে খুলনায় এবং ঢাকা ও চট্টগ্রামের মৃত্যু সমান।

 

Comments (0)
Add Comment