চুয়াডাঙ্গার সাবেক এসপি সিলেটের ডিআইজি : ফরিদপুরের এসপি মেহেরপুরে বদলি

 

মেহেরপুর অফিস: চুয়াডাঙ্গার সাবেক পুলিশ সুপার ডিএমপির অতিরিক্ত কমিশনার মফিজ উদ্দিন আহমেদকে সিলেট রেঞ্জের ডিআইজি ও ফরিদপুর জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামানকে মেহেরপুরে আর মেহেরপুর জেলার পুলিশ সুপার এসএম মুরাদ আলীকে ফরিদপুরে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার এক প্রজ্ঞাপনে পুলিশ সুপার পদমর্যার ৫ জনকে এ বদলির আদেশ জারি করা হয়। মো. আলিমুজ্জামান পিপিএম-সেবা ফরিদপুর জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছেন। এসএম মুরাদ আলী ফরিদপুর পুলিশ সুপার হিসেবে আর আলিমুজ্জামান মেহেরপুর পুলিশ সুপার হিসেবে বদলি হয়েছেন। দ্রুততম সময়ের মধ্যে তারা দু’জন স্ব স্ব কর্মস্থলে যোগদান করবেন বলে পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে। বৃহস্পতিবার স্বারাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, সিলেট রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ পিপিএম-সেবা। বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। মফিজ উদ্দিন আহম্মেদ নিজেই বিষয়টি নিশ্চিত করে জানান, দু-তিনদিনের মধ্যে তিনি সিলেটে যোগদান করবেন। মফিজ উদ্দিন আহম্মেদ এর আগে চুয়াডাঙ্গা পুলিশ সুপার হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন। তিনি চুয়াডাঙ্গায় থাকাকালীন একান্ত প্রচেষ্টায় পুলিশ পার্ক নির্মাণ করেন। বৃহস্পতিবার (১৪ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সিলেট রেঞ্জের ডিআইজি নিযুক্ত করা হয়। এর আগে গত ৩ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসানকে বদলি করা হয়। তাকে বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (চলতি দায়িত্ব) হিসেবে পদায়ন করা হয়েছে।

 

Comments (0)
Add Comment