বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে জাতীয় পার্টি নিয়ে কোনো আলোচনা হয়নি।
রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পড় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা মূলত নির্বাচন নিয়ে আলোচনা করতেই বিএনপিকে বৈঠকে আমন্ত্রণ জানিয়েছেন উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, উনি আমাদের ডেকেছিলেন যে, নির্বাচন সঠিক সময়ে হবে। এ ব্যাপারে কোনোরকমের দ্বিধা-দ্বন্দ্ব থাকা উচিত না
এদিকে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে জামায়াতের প্রশ্ন তোলাকে অমূলক উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেছেন, প্রধান উপদেষ্টার এখতিয়ার আছে যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটা একান্ত তার ব্যক্তিগত বিষয়।
উল্লেখ্য, বিএনপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকটি নির্ধারিত ছিলো বিকেল তিনটায়। ওই সময়ে রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিশন মিলনায়তনে দলীয় প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা থাকায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান উপদেষ্টার কার্যালয়ে সময়সূচি পরিবর্তনের জন্য অনুরোধ জানান। পরে সন্ধ্যায় এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এর আগে জামায়াত এবং এনসিপির সঙ্গে পৃথক বৈঠকে বসেন প্রধান উপদেষ্টা। সেখানে আওয়ামী লীগের মতো জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের পক্ষে মত দেয় জামায়াত। অন্যদিকে জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম স্থগিতে কার্যকরী পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানায় এনসিপি।