স্টাফ রিপোর্টার: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনকে (সিআরআই) দেয়া দান ও অনুদান সংক্রান্ত নথি তলব করে এনবিআরকে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত পরশু রোববার দেয়া এই চিঠিতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য চাওয়া হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম। চিঠিতে বলা হয়েছে, সূচনা ফাউন্ডেশনের চেয়ারম্যান সায়মা ওয়াজেদ পুতুল ও অন্যদের বিরুদ্ধে বিভিন্ন ব্যাংকের সিএসআর তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। আর সিআরআই ট্রাস্টি সজীব ওয়াজেদ জয় ও শেখ হাসিনা পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে সহযোগিতার মাধ্যমে রাষ্ট্রীয় অর্থের ক্ষতিসাধনের অভিযোগ রয়েছে। দুদক জানিয়েছে, অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে কিছু গুরুত্বপূর্ণ নথি জরুরি ভিত্তিতে জব্দ ও পর্যালোচনা করা প্রয়োজন।