রেস্তোরাঁয় ‘রান্নার জন্য প্রস্তুত হচ্ছিল শতাধিক মরা মুরগি : হাতেনাতে ধরে ৩ লাখ টাকা জরিমানা

ঢাকায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি রেস্তোরাঁ থেকে ১শ ১৯টি মরা মুরগি উদ্ধার করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন। বিমানবন্দর কাস্টমস হাউজের সামনে ‘এয়ারপোর্ট রেস্টুরেন্টে’ শনিবার (১২ জুন) দুপুরের এ ঘটনায় রেস্তোরাঁকে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হক জানান, মরা মুরগি রান্নার জন্য প্রস্তুত করা হচ্ছিল তথ্য পেয়ে ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। ঢাকায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় একটি রেস্তোরাঁ থেকে ১১৯টি মরা মুরগি জব্দ করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন।
“দুপুরের দিকে এই রেস্টুরেন্টের সামনে একটি ভ্যান এসে দাঁড়ায়। এখান থেকে খাঁচায় থাকা বেশ কিছু মুরগি নামাতে দেখা যায়। পরে এসব মুরগি হোটেলের ভেতরে নিয়ে রান্নার প্রস্তুতি নেওয়ার সময় আর্ম ব্যাটালিয়নের একটি টিম হাতেনাতে ধরে ফেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত বসিয়ে রেস্তোরাঁ ব্যবস্থাপকসহ ৭ জনকে আটক করে ৩ লাখ টাকা জরিমানা করেন।”
দোষ স্বীকার করে হোটেল কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করায় আটকদের পরে ছেড়ে দেওয়া হয় বলে তিনি জানান।

Comments (0)
Add Comment