পাঁচ মাসে করোনায় সর্বনিম্ন মৃত্যু

স্টাফ রিপোর্টার: দেশে করোনাভাইরাসে মৃতের সংখ্যা কমেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে, যা ১৫৪ দিনের মধ্যে সর্বনি¤œ। এর আগে ১৭ মে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়। ১২ মে ১১ জনের মৃত্যু হয়েছিলো। স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সেখানে বল হয়, ২৪ ঘণ্টায় ১৪ জনসহ মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৬৬০। ২৪ ঘণ্টায় ১২৭৪ জনসহ এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৫৬৯ জন। এই সময়ে মোট সুস্থ হয়েছেন ৩ লাখ ৩৯ হাজার ৭২ জন ।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় সারা দেশে ১১০টি ল্যাবে ১১ হাজার ৮৬৬টি নমুনা পরীক্ষা হয়েছে। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২১ লাখ ৬৩ হাজার ৫৬৮টি নমুনা। ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১০ দশমিক ৭৪ শতাংশ, মোট শনাক্তের হার ১৭ দশমিক ৯৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭৮ দশমিক ২৩ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত একদিনে যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে পুরুষ ১২ জন, নারী ২ জন। তাদের সবাই হাসপাতালে মারা গেছেন। মৃতদের মধ্যে ১০ জনের বয়স ছিলো ৬০ বছরের বেশি, ৩ জনের বয়স ছিলো ৫১ থেকে ৬০ বছরের মধ্যে এবং ১ জনের বয়স ৩১ থেকে ৪০ বছর। মৃতদের মধ্যে ৬ জন ঢাকা বিভাগের, ২ জন করে মোট ৪ জন রাজশাহী ও খুলনা বিভাগের এবং ১ জন করে মোট ৪ জন চট্টগ্রাম, বরিশাল, সিলেট ও ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন। প্রসঙ্গত, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিলো ৮ মার্চ এবং রোগটিতে প্রথম মৃত্যু ঘটে ১৮ মার্চ।

Comments (0)
Add Comment