পাটুরিয়ায় হামজা ও প্রত্যয় মিলে টেনে তোলার চেষ্টা করবে ডুবে যাওয়া ফেরিটি

স্টাফ রিপোর্টার: পাটুরিয়ায় ফেরিডুবির ঘটনায় উদ্ধারকাজে নিয়োজিত বিআইডব্লিউটিএর জাহাজ ‘হামজা’ ও ফায়ার সার্ভিসের কর্মীরা গত ৩৬ ঘণ্টায় তিনটি কাভার্ডভ্যান, দুটি ট্রাক এবং একটি মোটরসাইকেল উদ্ধার করেছে। অপর উদ্ধারকারী জাহাজ ‘প্রত্যয়’ চাঁদপুর থেকে রওনা দিলেও রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাটুরিয়ায় এসে পৌঁছেনি। ফেরি সংস্থা বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম জিল্লুর রহমান এ প্রতিনিধিকে জানান, বৃহস্পতিবার রাতে ‘প্রত্যয়’ পাটুরিয়ায় পৌঁছুতে পারবে না। ডুবন্ত ফেরিতে থাকা আরো ছয়টি ট্রাক উদ্ধারের অপেক্ষায় রয়েছে। বুধবার সকাল সোয়া ১০টার দিকে তিনতলা বিশিষ্ট রো রো ফেরি শাহ্-আমানত পাটুরিয়া ঘাটে ভিড়ে। ফেরিটির তলা ফেটে পানি ঢুকছিল ভেতরে। যাত্রী ও যানবাহন খালাসের সময় ১৭টি ট্রাক নিয়ে নদীতে কাত্ হয়ে ডুবে যায়। এতে কেউ হতাহত হয়নি। অনেকে তাড়াহুড়া করে নদীতে ঝাঁপিয়ে পড়ে। স্থানীয় লোকজন উদ্ধার কাজে এগিয়ে আসে। খবর পেয়ে পুলিশ, ফায়াস সার্ভিস, হামজার সদস্যরা উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে। দিন শেষে উদ্ধার কাজে কিছু সাফল্য আসলেও কাত হয়ে থাকা ফেরি টেনে তোলার কোনো চেষ্টা হয়নি। কর্মকর্তারা জানান, ৬০ টন ওজন তুলতে সক্ষম হামজা দিয়ে ফেরিটি পানি থেকে তোলা সম্ভব নয়। কারণ ডুবে থাকা ফেরির বিভিন্ন প্রকোষ্টে পলি জমে আরো ভারী হওয়ায় হামজা টেনে তুলতে পারবে না। এজন্য প্রত্যয় ও হামজার যৌথ প্রচেষ্টায় তা সম্ভব হতে পারে। নইলে ফেরির ভারী অংশ কেটে তুলতে হবে। এতে ফেরির মূল অংশ নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে, পাটুরিয়ায় ফেরিডুবির কারণে ৫নং ঘাট দিয়ে কার, বাসসহ ছোট গাড়ি পারাপার ব্যাহত হচ্ছে। গতকাল দ্বিতীয় দিনেও উৎসুক মানুষের ভিড় দেখা গেছে ঘটনাস্থলে।

Comments (0)
Add Comment