পাবনায় পদ্মা-যমুনার পানি বিপদসীমার কাছাকাছি

 

স্টাফ রিপোর্টার: উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে ও টানা বৃষ্টিতে সিলেট-সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা এখন পানি নিচে। এর প্রভাবে পাবনার পদ্মা যমুনা নদীর পানি বৃদ্ধি হওয়া শুরু করেছে। ফলে আতংকিত রয়েছেন নিম্ন এলাকার মানুষজন। ইতোমধ্যে যমুনার পানি বিপদসীমার কাছাকাছি রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উত্তরাঞ্চলীয় পরিমাপ বিভাগের নির্বাহী প্রকেীশলী জাহিদ হোসেন বলেন, পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীস্থ পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে গতকাল দুপুর ১২টায় পানির উচ্চতা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৫৫ সেন্টিমিটার। যুমনা নদীর নগরবাড়ি পয়েন্টে ৯ দশমিক ৩ সেন্টিমিটার অতিক্রম করছে। প্রায় প্রতিদিনই পদ্মা ও যুমনার বিভিন্ন পয়েন্টে ১/২ সেন্টিমিটার করে পানি বৃদ্ধি পাচ্ছে। গত কয় দিনের তুলনায় পদ্মা, চলনবিল, বড়াল, গুমানি, চিকনাইসহ বিভিন্ন নদ-নদীতে পানি বাড়তে শুরু করেছে। তবে এখনো পাবনায় ক্ষয়ক্ষতি হওয়ার মতো বন্যা হয়নি বলেও জানান তিনি।

ঈশ্বরদীর হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পদ্মার পানির বিপদসীমার মাত্র ১ দশমিক ৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। নগরবাড়ি পয়েন্টে শুণ্য দশমিক ৯৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এভাবে পানি বাড়তে থাকলে আগামী দুই-একদিনের মধ্যে পাবনার দুই পয়েন্টেই পানি বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) পাবনা কার্যালয়ের নিবাহী প্রকৌশলী সারোয়ার জাহান সুজন বলেন, পদ্মা নদীর পানি বিপদসীমার ৫ মিটার নিচে অবস্থান করছে। তবে যমুনা নদীর পানি বিপদসীমার কাছাকাছি অবস্থায় রয়েছে। ইতোমধ্যে নদী ভাঙন এলাকা চিহ্নিত করা হয়েছে। বন্যায় নদী ভাঙন শুরু হলে প্রয়োজন অনুযায়ী বরাদ্দ দেয়া হবে।

Comments (0)
Add Comment