বৃদ্ধ পিতা-মাতাকে মারধর : অভিযুক্ত আটক

নেশাগ্রস্ত সন্তানকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড

আলমডাঙ্গা ব্যুরো: বৃদ্ধ বাপ-মাকে মারধর করা আলমডাঙ্গার ভেদামারী গ্রামের নেশাসক্ত আব্দুল গাফফারকে (৪৫) ২ মাসের কারাদ-াদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে অভিযোগ পেয়ে ঘোলদাঁড়ি ফাঁড়ি পুলিশ আব্দুল গাফফারকে আটক করে। আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার লিটন আলীকে বিষয়টি অবহিত করলে তিনি উপস্থিত হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভেদামারী গ্রামের মহি উদ্দীনের ছেলে আব্দুল গাফফার দীর্ঘদিনের নেশাসক্ত। সংসারে স্ত্রী ছাড়াও দুই সন্তান রয়েছে। নেশার টাকার জন্য নিত্যদিন সংসারে অশান্তি করতেন। এমনকি প্রায় বৃদ্ধ পিতা-মাতাকে মারধর করতেন। গতকাল রোববার নেশার টাকার জন্য বাড়িতে চরম অশান্তি শুরু করে। এক পর্যায়ে বৃদ্ধ পিতা-মাতাকে মারধর শুরু করে। অসহায় পিতা-মাতার কান্নায় ছুটে আসেন প্রতিবেশীরা। তারা স্থানীয় পুলিশ ফাঁড়িতে সংবাদ দিলে বিকেলে পুলিশ তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিচারের সম্মুখীন করে।

Comments (0)
Add Comment