ভালো ছাত্র-ছাত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে

চুয়াডাঙ্গায় বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি প্রদানকালে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার

স্টাফ রিপোর্টার: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে চুয়াডাঙ্গায় ‘বঙ্গবন্ধু উচ্চশিক্ষা বৃত্তি’ প্রদান করা হয়েছে। গতপরশু বুধবার বেলা সাড়ে ১১টার দিকে প্রশাসকের সম্মেলনকক্ষে ওয়েভ ফাউন্ডেশনের উদ্যোগে ৩৬ জন শিক্ষার্থীকে ১৫ হাজার টাকা করে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ভালো ছাত্র-ছাত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে হবে। আর ভালো মানুষ হতে হলে ভালো লেখাপড়ার পাশাপাশি মানবীয় গুণাবলি অর্জন করতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি, জ্ঞান-বিজ্ঞান, সাহিত্য-শিল্প সবকিছু পড়তে হবে। এতে করে জ্ঞানের পরিধি বৃদ্ধি পাবে। পরে চুয়াডাঙ্গাসহ ১২টি জেলার বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং ও মেডিকেল কলেজে অধ্যায়নরত মেধাবী ২১ জন ছাত্র ও ১৫ জন ছাত্রীকে ১৫ হাজার টাকা করে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইয়াহ্ ইয়া খান, জেলা শিক্ষা অফিসার নিখিল রঞ্জন চক্রবর্তী, ওয়েভ ফাউন্ডেশনের উপ-পরিচালক হাবীবী জহির রায়হান, রিজিওনাল সমন্বয়কারী জিল্লুর রহমান যুদ্ধ, সহকারী সম্বন্বয়কারী নুসরাত ইয়াসমিন লাভলি, জেলা লোকমোর্চার সচিব কানিজ সুলতানা, সিনিয়র প্রোগ্রামার মিরাজ উদ্দীন প্রমুখ।

Comments (0)
Add Comment