স্টাফ রিপোর্টার:রাজধানীর মিরপুর উত্তরে ভিওআইপি ব্যবসায়ী চরম দুর্নীতিবাজ , মিরপুর উত্তর বিটিসিএল এর কর্মরত ওয়ার্কাচার্জড দুর্নীতির অভিযোগ তুলে ধরে রাজধানীর মিরপুরে বসবাসকারি মোহাম্মদ রফিক এক ব্যক্তি তার বিরুদ্ধে লিখিত অভিযোগ তুলে ধরে বাংলাদেশ সচিবালয়,দুর্নীতি দমন কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা এনএসআই, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড ঢাকা বিভাগীয় দমন কমিশনার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে , মোহাম্মদ রফিক বলেন ভি ও আই পি ব্যবসাহী চাঁদপুরের মতলব উপজেলা উত্তরে আব্দুল হক ব্যাপারীর ছেলে আবু হানিফ গত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে আমাদের কাছ থেকে মোটা অংকের টাকা নিয়েছি ডাক ও টেলিযোগাযোগ সংযোগ করে দেওয়ার কথা বলে কিন্তু তিনি আর আমাদের এই ডাক ও টেলিযোগাযোগ সংযোগ থেকে বঞ্চিত করে রেখেছে। এছাড়া আওয়ামী সরকারের সময় আমরা বিভিন্ন দপ্তরে তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে তা মোটা অংকের টাকা দিয়ে আবু হানিফ ধামাচাপা দিয়েছে।
আবু হানিফ বড় মানের একজন মাফিয়া এবং দুর্নীতিবাজ, আবু হানিফ আওয়ামী লীগের এক নিষ্ঠুর নেতা কিন্তু তার অনেক টাকা ও ভি ও আই পি ব্যবসা আছে এজন্য এখন তিনি ক্ষমতার অপব্যবহার করছেন তার টাকা দিয়ে।
আবু হানিফ বিটিসিএল এ মাটিকাটা লেবারদের সরদার হিসেবে কাজ করতো পরিবর্তনের সাথে সাথেই তিনি যেন আলাউদ্দিনের জাদুর প্রদীপ হাতে পাওয়ার মতই বদলে নিয়েছে তার দুর্নীতি এই ক্ষমতা দিয়ে, তবে তার নামে এখন দুর্নীতি দমন কমিশনার থেকে তদন্তস্বরূপ চলামান রয়েছে।
এই দুর্নীতিবাজ ভি ও আই পি ব্যবসায়ী সায়দাবাদ সন্ত্রাসী আবু হানিফ ওয়ারকার্জড কে দৃষ্টান্তমূল্য ব্যবস্থা সহ এবং অবৈধ সম্পদের হিসাব সহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা আমি এই অভিযোগ দায়ের করিয়াছি।
এ বিষয়ে আবু হানিফের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে মুঠ ফোনে সংযোগ বিচ্ছিন্ন পাওয়া যায়।