এ মুহূর্তে টালিউড কাঁপিয়ে বেড়াচ্ছেন শুভশ্রী গাঙ্গুলী। ‘ধূমকেতু’ সিনেমা দিয়ে ফিরে অভিনয়ে নতুন করে মুগ্ধ করেছেন সবাইকে। সংবাদের শিরোনামও হচ্ছেন হরহামেশা। তবে এবার অভিনয় নয়, ভিন্ন এক কারণে আলোচনায় শুভশ্রী।
ধূমকেতু সিনেমা মুক্তির আগে পূজা দিতে গিয়েছিলেন দেব-শুভশ্রী। সঙ্গে ছিলেন কৌশিক গঙ্গোপাধ্যায় ও রানা সরকার। এই দিন লাল শাড়িতে সেজে ছিলেন অভিনেত্রী। সেদিন নজর কেড়েছিল নায়িকার ঘাড়ে আঁকা উল্কি।
এর পরেই প্রশ্ন ওঠে—কার নামে ট্যাটু করিয়েছেন অভিনেত্রী? ভারতের একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, এটা প্রায় সাত আট বছর আগের করা। এতদিন বাদে সবার নজর পড়েছে জেনে অবাক হলাম। এই ট্যাটুতে লেখা রয়েছে মিসেস চকো।
জানা যায়, স্বামীর পদবিকে সঙ্গে নিয়েই এই ট্যাটু তৈরি করেছেন শুভশ্রী। তবে অভিনেত্রীর এই ট্যাটু দেখে অনেকেই এনেছেন দীপিকা পাড়ুকোনের প্রসঙ্গ। রণবীর কাপুরের প্রেমিকা থাকাকালীন ঠিক এমনই একটি ট্যাটু করিয়েছিলেন দীপিকা। যদিও সেটি এখন নেই। শুভশ্রীর এই ট্যাটু দেখে অনেকেরই দীপিকার পুরোনো ট্যাটুর কথা মনে পড়ে গেছে।