ছোটপর্দার পর বড়পর্দায় দাপট দেখাচ্ছেন আফরান নিশো। সিনেমা আর সিরিজ নিয়ে তাই ব্যস্ত সময় পার করছেন এ অভিনেতা। ভিকি জাহেদের সিরিজ ‘আকা’ মুক্তির অপেক্ষায়। তার আগেই প্রযোজনা সংস্থা আলফা-আইয়ের ফেসবুক পেজে এক ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা।
অভিনয়ের পাশাপাশি কীভাবে তার সময় কাটে আর টংদোকানের চায়ের কেমন মজা সেই কথাও বলেছেন নিশো। এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সৌজন্যে সাত পর্বের সিরিজ ‘আকা’ হইচইয়ে মুক্তি পাচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। এ ছাড়া রেদওয়ান রনির ‘দম’ সিনেমার শুটিংও শুরু করবেন তিনি।
‘আকা’র ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে নিশো বলেন, সাত থেকে আট বছর ধরে পায়ের চোট বয়ে বেড়াচ্ছেন তিনি। রাজধানীর কাউলায় একটি নাটকের শুটিংয়ে পায়ে আঘাত পান। চিকিৎসকের পরামর্শ মতো বিশ্রাম নিতে পারেননি, অস্ত্রোপচার ছাড়া সেই চোট থেকে পুরোপুরি সেরে ওঠা সম্ভব নয়। ডক্টর আমাকে বললেন, ৩০ দিনের রেস্ট নিতে। আমি নিতে পারলাম তিন দিন। এরপরই আমাকে কাজে ফিরতে হলো। ওই সময়ে এক মাস বিরতি দেওয়া মানে, অনেক বড় অপরাধে অপরাধী হয়ে যাওয়া। এতগুলো কাজ, সবাই তো ওই বিষয় বুঝবে না। আমিও নিজের প্রতি উদাসীন ছিলাম।
তিনি বলেন , ‘দাগি’ যে আবেগের জায়গাটা ধরে রেখেছে, সেখান থেকে যারা ব্যতিক্রমী গল্প দেখতে চান, ভালো অভিনয় দেখতে চান, তাদের জন্য ‘আকা’ একটি সুখবর।
আফরান নিশো বলেন, রাস্তার পাশে টংদোকানের চা ভীষণ পছন্দ করি। দোকানে চাচাকে গিয়ে বলি— কাঁচাপাতি মাইরা চিনি ছাড়া কনডেন্সড মিল্ক দিয়ে চা দিতে। আমি চা খাই, এ জন্য কোনো বাড়তি নিরাপত্তাও নিই না।
তিনি বলেন, ওই যে ময়লা কাপ, ওটা থেকে জ্বর আসবে, এসব ভাবি না—এটাই আমার অভিজ্ঞতা। বলি যে গরমপানি দিয়ে কাপটা ধুয়ে দিও।
টংদোকানের চা খাওয়া নিয়ে এভাবেই বলছিলেন আফরান নিশো। তিনি বলেন, হুটহাট বেরিয়ে পড়তে ভালোবাসেন। ঘাসের ওপর দিয়ে হাঁটতে ইচ্ছা করলে ৩০০ ফিট চলে যান। সেখানে অনেক খাল–বিল আছে, মন চাইলে গোসল করতে নেমে পড়েন তিনি।
শুধু টংদোকানের চা কেন, পাবলিক বাসেও ওঠেন, আবার রাস্তায় বাইকও চালান এ অভিনেতা। তিনি বলেন, যখন বের হই, তখন কারও চোখের দিকে তাকাই না, মাস্ক থাকে। চোখের দিকে তাকালেই প্রবলেম। চোখের দিকে তাকালেই মানুষ চিনে ফেলে। যতক্ষণ পর্যন্ত না কারও চোখের দিকে তাকাই, ততক্ষণ মানুষ সংশয়ে থাকে। যতই মুখ ঢেকে রাখি, চোখ দেখলেই মানুষ বুঝে যায় বলে জানান আফরান নিশো।