দোষ দেব না, স্বভাবটা মায়ের’, কোয়েলের অভ্যাস নিয়ে রঞ্জিতের খোঁচা

টালিউডের জনপ্রিয় নায়িকা কোয়েল মল্লিক ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন স্টারকিড হিসেবে। বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের কন্যা বলে কথা। বাবার ক্যারিয়ারে ছায়া হয়ে নয়, নিজের প্রতিভা আর পরিশ্রমেই প্রথমসারির নায়িকাদের তালিকায় নাম লিখিয়েছেন তিনি। নিজের অবস্থান তৈরি করেছেন অভিনেত্রী।

সম্প্রতি এক টকশোতে হাজির হয়েছিলেন বাবা ও মেয়ে। সেখানে বাবা রঞ্জিত মল্লিক বললেন মেয়েকে নিয়ে নানা কথা।

রঞ্জিত মল্লিক সেই অনুষ্ঠানে মেয়েকে নিয়ে একটি মজার অভিযোগ করে বসেন। সেখানে কোয়েলের এক অভ্যাস নিয়ে হাস্যরসাত্মক মন্তব্য করে বসেন বর্ষীয়ান এ অভিনেতা।

রঞ্জিত মল্লিক বলেন, কোয়েল বাইরে বের হওয়ার সময় রেডি হতে বেশি দেরি করে। এর জন্য অবশ্য একা কোয়েলকে দোষ দেব না। তিনি বলেন, কারণ এই স্বভাবটা মায়ের কাছ থেকেই পেয়েছে কোয়েল। বাবার কথা শুনেই প্রতিবাদ করে ওঠেন অভিনেত্রী, অবশ্যই না।

উল্লেখ্য, একটা সময় টালিউড ইন্ডাস্ট্রিতে বেশ সক্রিয় ছিলেন কোয়েল। গত জুন মাসেই মুক্তি পেয়েছে তার সিনেমা ‘সোনার কেল্লায় যক্ষের ধন’। তবে বিয়ের পর থেকে ধীরে ধীরে কাজের পরিমাণ কমাতে শুরু করেন অভিনেত্রী। বর্তমানে দুই সন্তানকে সামলানোর দিকেই বেশি মনোযোগ দিয়েছেন কোয়েল। গত ১৪ ডিসেম্বর কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অভিনেত্রী।