সৃজিতের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন সুস্মিতা

টালিউডের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির ক্যামেরা, লাইট, অ্যাকশন ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে বেশ আলোচনা-সমালোচনা হয়। মাঝে মধ্যেই অভিনেত্রীদের কাউকে না কাউকে নিয়ে গুঞ্জন শুরু হয় এ পরিচালকের। এবার এক তরুণী তথা অভিনেত্রী সুস্মিতা চ্যাটার্জিকে নিয়ে গুঞ্জন।

এবার এক অভিনেত্রীর সঙ্গে সাগরপাড়ে ঘুরে ঘুরে সময় কাটাতেও দেখা গেছে এ পরিচালককে। সেই থেকে সামাজিক মাধ্যমে ওঠে জোর আলোচনা। তাদের নিয়ে ওঠে প্রেমের গুঞ্জন!

সম্প্রতি তারা শুধু সাগরপাড়ে ঘুরতেই যাননি, সৃজিত নিজের হাতে একটি সেলফিও তুলে নিয়েছিলেন। আর সেই ছবিটি সামাজিক মাধ্যমে পোস্ট হয় অভিনেত্রীর প্রোফাইল থেকেই। সুস্মিতা চ্যাটার্জি সেই ছবির ক্যাপশনে লিখেছেন—’স্যার চোখের মধ্যে’। আর এ পোস্টটি সামাজিক মাধ্যমে নিমিষেই ভাইরাল হয়। আর সঙ্গে সঙ্গে প্রশ্ন ওঠে— সৃজিতের সঙ্গে থাকা সেই তরুণী কে?

এ জল্পনা আরও বাড়িয়ে দেয় সুস্মিতার সেই ছবির ক্যাপশনে লেখা— ‘সৃজিতকে চোখের মধ্যে’ এ কথা দিয়ে কী ইঙ্গিত দিয়েছেন অভিনেত্রী, তা নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলানো শুরু করেন অনেক নেটিজেন। সেই অভিনেত্রীর দাবি, সৃজিতকে তিনি স্যারই সম্বোধন করেন।

সেদিন সমুদ্রপাড়ে ঘটেছিল শিক্ষক-ছাত্রীর এমনই মেলবন্ধন। জানা গেছে, সেদিন সুস্মিতাকে শট, ওয়াকিং শ্তাইল, পাসিং শট— পরিচালক এসব বোঝাচ্ছিলেন ধৈর্য ধরে। এরপর বাড়তে থাকে তাদের সখ্যতা। মাত্র এক সেলফিতে যে নানা প্রেম জল্পনা সৃষ্টি করল, তা নিয়েই কি বললেন সুস্মিতা? সম্প্রতি সেই পুরী থেকে ফিরেছেন দুজনেই। এদিন ছিল অনিরুদ্ধ রায়চৌধুরীর সিনেমা ‘ডিয়ার মা’র প্রিমিয়ার। সেখানেও হাজির ছিলেন তারা।

সাংবাদিকদের দল প্রশ্ন ছুড়তেই লাজুক হাসি নায়িকার। তিনি বলেন, আমরা খুব ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না। যে যা ভাবছে ভাবুক। একই প্রশ্ন করা হয় পাশে থাকা সৃজিতকেও। তিনি বললেন, একটা সেলফি নিয়ে এত জল্পনা কল্পনা, আমরা তো ২০২৫ এ বাস করছি! রিল্যাক্স গাইজ রিল্যাক্স।