গাজায় একদিনে ১৪৩ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

মাথাভাঙ্গা মনিটর: দখলদার ইসরাইলি বাহিনী অবরুদ্ধ গাজা উপত্যকায় তাদের ভয়াবহ হামলা অব্যাহত রেখেছে। বিমান, স্থল ও সমুদ্রপথে পরিচালিত অব্যাহত হামলায় মাত্র একদিনেই অন্তত ১৪৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গতকাল শুক্রবার গাজার চিকিৎসা সূত্রগুলোর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের।এদিন চিকিৎসা কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া একের পর এক ইসরাইলি হামলায় গাজাজুড়ে এই বিপুল সংখ্যক মানুষ প্রাণ হারিয়েছেন। গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে সর্বশেষ এক ইসরাইলি হামলায় ৬ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকেই। এর আগেও একই শিবিরে পরিচালিত এক হামলায় ১৫ জন নিহত হন। যাদের মধ্যে ১১ জন শিশু ও একজন নারী ছিলেন। এদিকে দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে পৃথক দুই হামলায় আরও ৫ জন বেসামরিক ব্যক্তি নিহত এবং অনেক আহত হন।