এবার নতুন ভূমিকায় দেখা যাবে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীকে। ভারতীয় সাবেক এই অধিনায়ক ক্রিকেট থেকে অবসরে বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন, দায়িত্ব পালন করেছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতিরও।
ক্রিকেট বিশ্লেষক হিসেবে দায়িত্ব পালন করা ভারতের অন্যতম সফল এই অধিনায়কে এবার দেখা যাবে কোচ হিসেবে। দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ এসএ টি-টোয়েন্টির দল প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সৌরভ।
প্রিটোরিয়া ক্যাপিটালস তাদের নিজস্ব ফেসবুক পেজে এক পোস্টে এই খবর দিয়েছে, ‘কলকাতার মহারাজ ক্যাপিটালসের ক্যাম্পে রাজকীয় সুবাস নিয়ে হাজির হচ্ছেন। আমরা খুব উচ্ছ্বাসের সঙ্গে জানাচ্ছি যে, সৌরভ গাঙ্গুলি আমাদের পরবর্তী হেড কোচ। সেঞ্চুরিয়ান আপনার অপেক্ষায়।’
চলতি বছরের ডিসেম্বর শুরু হবে এসএ টি-টোয়েন্টি টুর্নামেন্ট। প্রিটোরিয়া জানিয়েছে, ২৬ ডিসেম্বর থেকে ২৫ জানুয়ারি পর্যন্ত দলটির সঙ্গে থাকবেন সৌরভ গাঙ্গুলী। এর আগে প্রিটোরিয়ার প্রধান কোচের দায়িত্বে ছিলেন সাবেক ইংলিশ ক্রিকেটার জনাথন ট্রট। তার অধীনে ১০ ম্যাচে মাত্র দুই ম্যাচে জয় পায় দলটি। এছাড়া ট্রট আগামী ফেব্রুয়ারির টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। যে কারণে তিনি প্রিটোরিয়ার কোচ থাকছেন না।
সৌরভ গাঙ্গুলি অতীতে কোচ হিসেবে দায়িত্ব পালন না করলেও আইপিএলে দুই মেয়াদে টিম ডিরেক্টরের ভূমিকা পালন করেছেন। ২০১৮-১৯ মৌসুমে দিল্লি ক্যাপিটালসের টিম ডিরেক্টর ছিলেন। এবার দিল্লি ক্যাপিটালসেরই বিদেশি ফ্র্যাঞ্চাইজি প্রিটোরিয়া ক্যাপিটালসে কোচিং ক্যারিয়ার শুরু করলেন মহারাজ।