মাথাভাঙ্গা মনিটর: ভারতের কেন্দ্রে ক্ষমতাসীন বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেছেন পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বিজেপি কি জমিদারি পেয়ে গেছে? যাকে ইচ্ছা জেলে পাঠিয়ে দিচ্ছে। বাংলা ভাষায় কথা বললে বাংলাদেশি বলছে। বাংলাদেশ তো আলাদা দেশ।’ গতকাল বুধবার পশ্চিমবঙ্গে মিছিলে অংশ নিয়ে মমতা এসব কথা বলেন। ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাভাষী শ্রমিকদের হেনস্তার প্রতিবাদে এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি কলকাতার কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে ধর্মতলায় শেষ হয়। মমতা বলেন, ‘পশ্চিমবঙ্গ রাজ্যে ২২ লাখ মজদুর আছেন। তারা বাংলায় থাকলে অনেক ভালো থাকতেন। তাদের দিয়ে কাজ করাবে আর বাংলায় কথা বললেই জেলে নিয়ে যাবে, ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে। কেন? পশ্চিমবঙ্গ কি ভারতের অঙ্গ নয়?’