সেই ভারতীয় তারকার বিরুদ্ধে এবার কিশোরীকে ধর্ষণের অভিযোগ

ভারতীয় পেসার যশ দয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলেছেন এক কিশোরী। ভুক্তভোগীর অভিযোগ, ক্রিকেট ক্যারিয়ার গড়ে দেওয়ার লোভ দেখিয়ে যশ তাকে যৌন নির্যাতন করেছে। ঘটনার সময় মেয়েটির বয়স ১৮ বছর না হওয়ায় ‘পকসো’ আইনে দয়ালের বিরুদ্ধে জয়পুরের সানগান থানায় একটি এফআইআর (ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট) দায়ের করা হয়েছে।

পুলিশের কাছে মেয়েটি অভিযোগ করেছে, পেশাদার ক্রিকেট ক্যারিয়ার গড়ার প্রতিশ্রুতি ও ব্ল্যাকমেইল করে দুই বছর ধরে তার ওপর নির্যাতন করেছেন যশ।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, সবশেষ আইপিএল চলাকালীন সময় জয়পুরের সীতাপুরার এক হোটেলে ডেকে এনে যশ মেয়েটিকে আবারও ধর্ষণ করেন। ভারতীয় আইন অনুযায়ী মেয়েটি ঘটনার সময় অপ্রাপ্তবয়স্ক হওয়ায় যশের বিরুদ্ধে পকসো (প্রটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্স অ্যাক্ট) আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। দোষী প্রমাণিত হলে জরিমানাসহ অন্তত ১০ বছরের জেল কিংবা যাবজ্জীবন হতে পারে এই ভারতীয় পেসারের।

এর আগে এ মাসের শুরুতেই দয়ালের বিরুদ্ধে ধর্ষণ মামলা করেছেন এক নারী। গাজিয়াবাদ পুলিশের কাছে করা অভিযোগপত্রে সেই নারী বলেছিলেন, ‘গত পাঁচ বছর ধরে আমি জশ দয়ালের সঙ্গে সম্পর্কে ছিলাম। সে আমাকে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং তার পরিবার আমাকে পুত্রবধূ হিসেবে গ্রহণ করে। আমি সম্পূর্ণভাবে তাকে বিশ্বাস করি। কিন্তু পরে জানতে পারি, সে একাধিক নারীর সঙ্গে একই ধরনের সম্পর্ক চালিয়ে যাচ্ছে।

‘যখন প্রতারণার প্রতিবাদ করি, তখন দয়াল শারীরিকভাবে নির্যাতন করে ও মানসিকভাবে হেনস্তা করে। এই বিষয়ে দ্রুত ও নিরপেক্ষ তদন্ত প্রয়োজন এবং দোষীর বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হোক। এটা শুধু আমার জন্য নয়, সব প্রতারিত নারীর ন্যায়বিচারের জন্য প্রয়োজন।’

এখনো ভারতের জাতীয় দলের জার্সি গায়ে চড়ানো হয়নি যশের। আইপিএলের সবশেষ সংস্করণে খেলেছেন চ্যাম্পিয়ন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। টুর্নামেন্টে ১৫ ম্যাচে ১৩ উইকেট নিয়ে দলের শিরোপা জয়ে ভূমিকা রাখেন ২৭ বছর বয়সি এই বাঁহাতি পেসার।