মাথাভাঙ্গা মনিটর: ইউক্রেন রাশিয়ার সঙ্গে একটি ‘পূর্ণ ও নিঃশর্ত ৩০ দিনের যুদ্ধবিরতি’তে যেতে প্রস্তুত বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয় সিবিহা। গতকাল শনিবার এক বিবৃতিতে এ কথা জানিয়ে তিনি বলেন, এই যুদ্ধবিরতি সোমবার থেকে শুরু হবে। এদিন সন্ধ্যায় সিনহুয়া ও রয়টার্স সূত্রে এ তথ্য তুলে ধরেছে ইরানী বার্তা সংস্থা মেহের। প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেয়া পোস্টে সিবিহা উল্লেখ করেন, ‘পড়ধষরঃরড়হ ড়ভ ঃযব রিষষরহম’ নামে পরিচিত একটি ইউরোপীয় জোটের নেতাদের সঙ্গে বৈঠকের পর এই বিবৃতি এসেছে। জোটটির নেতৃত্বে রয়েছে ব্রিটেন ও ফ্রান্স, যারা শুরু থেকেই ইউক্রেনকে সমর্থন দিয়ে যাচ্ছে। সিবিহা এ সময় জোর দিয়ে বলেন, ‘একটি টেকসই যুদ্ধবিরতি শান্তি আলোচনার পথ খুলে দিতে পারে’।