আলমডাঙ্গায় মোটরসাইকেলের সংঘর্ষ : প্রাণ গেলো নববিবাহিত মামুনের

 

সোহেল হুদা/ইখলাছ উদ্দিন: হাতের মেহেদির টকটকে লাল রঙ এখনও মøান হয়নি মোটেও। বিয়ে হয়েছে মাত্র ১মাস। বর-কনে উভয়ের বাড়ি থেকে সবেমাত্র আত্মীয় স্বজন নিজেদের বাড়ি ফিরেছেন। বেশি ঘনিষ্ঠ দু একজন আত্মীয় এখনও রয়ে গেছেন। বাড়ি থেকে বিয়ে উৎসবের আমেজ-গন্ধ পুরোপুরি উবে যায়নি। এরই মাঝে দু পরিবারের সকলের মাথার ওপর আকাশ ভেঙে পড়েছে। নব বিবাহিত প্রবাসী যুবক আল মামুন (২৬) মুখোমুখি মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন তিনি। মারাত্মক আহত হয়েছেন বিপরীত দিক থেকে ছুটে আসা আরেক মোটরসাইকেল চালক। দুর্ঘটনার পর দুজনকে স্থানীয়রা উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক আল মামুনকে মৃত ঘোষণা করেন। চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা-হাটবোয়ালিয়া সড়কের দাসপাড়া নামক স্থানে গতকাল শনিবার বিকেলে এ প্রাণঘাতী দুর্ঘটনা ঘটে। নিহত প্রবাসী যুবক আল মামুন উপজেলার কুলপালা গ্রামের মসলেম উদ্দীনের ছেলে। আরেক মোটরসাইকেল চালক আহত যুবকের নাম রাজিবুল ইসলাম। তিনি মিরপুর উপজেলার আসাননগর গ্রামের আব্দুল হালিমের ছেলে। বর্তমানে তিনি কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার এক চোখ বের হয়ে গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আল মামুন দীর্ঘদিন সৌদি প্রবাসী ছিলেন। প্রায় দেড় মাস আগে তিনি দেশে আসেন। প্রায় গত ২২ ডিসেম্বর তিনি বিয়ে করেছেন একই জেলার ডিঙ্গেদহ বাজারে। জানাজা শেষে আজ রোববার সকালে লাশ গ্রামের গোরস্তানে দাফন করা হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। আলমডাঙ্গা থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করতে রাজি হয়নি। লাশের ময়নাতদন্ত করাতে অস্বীকৃতি জানিয়ে নিহতের মা লিখিতভাবে অনুরোধ করেছেন।

Comments (0)
Add Comment