আলমডাঙ্গায় সেফটিক ট্যাংকে নেমে এক কিশোরসহ দু শ্রমিকের মৃত্যু

আলমডাঙ্গা  ব্যুরো : আলমডাঙ্গায় সেপ্টিক ট্যাংকে নেমে কাজ করার করার সময় বিষাক্ত গ্যাসে এক কিশোরসহ দু শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে আটটায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়সূত্রে জানা যায়,  আলমডাঙ্গার আনন্দধামের দাসপাড়ার  নৃপেন দাসের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করছিলেন কুষ্টিয়া জেলার কুমারখালীর আনসার আলী প্রামাণিকের ছেলে শরিফুল ইসলাম (৪০) ও পবনা জেলার চাটমোহরের রাজ কুমারের কিশোর ছেলে সাগর (১৫)। আজ সকালে প্রথমে শরিফুল ইসলাম সেপটিক ট্যাংকের  ভেতর প্রবেশ করেন। বেশ সময় অতিবাহিত হলেও তিনি আর ট্যাংক থেকে বের না হওয়ায় পরে কিশোর সাগর প্রবেশ করে। তারা দুজনেই ট্যাংক থেকে হয়ে না আসলে বাড়ির মালিক ডাকাডাকি শুরু করেন। কোন সাড়া না পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকে অবহিত করা হয়। পরে ফায়ার সার্ভিস গিয়ে অচেতন দু শ্রমিককে উদ্ধার করে হারদী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, আনন্দধাম দাসপাড়ার এক  নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকের কাজ করতে নেমে দুই শ্রমিক অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থতার ফলে ট্যাংক থেকে বের হতে না পেরে মারা গেছে।

Comments (0)
Add Comment