কোটি টাকার সোনার বারসহ দামুড়হুদা নাস্তিপুরের রিমন আটক

দর্শনা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তপথে বাংলাদেশ থেকে ভারতে পাচারকালে ১০টি সোনার বারসহ এক তরুণকে আটক করেছে বিজিবি। গতকাল সোমবার সকালে উপজেলার নাস্তিপুর কবরস্থান এলাকা থেকে তাকে আটক করা হয়। দুটি জুতার সোলের ভেতরে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে বারগুলো মোড়ানো ছিলো। আটক ওই তরুণের নাম রিমন হোসেন (২০)। তার বাড়ি উপজেলার বাড়ি নাস্তিপুর গ্রামে। চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) সদর দপ্তর থেকে গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

অভিযানে থাকা বিজিবির বাড়াদি ক্যাম্পের হাবিলদার জুলহাস বলেন, ‘গোপন সংবাদে খবর পেয়ে অধিনায়ক স্যারের নির্দেশে নাস্তিপুর গ্রামের কবরস্থানের কাছে অবস্থান নিই। এরপর দর্শনা থেকে আসা একটি ইজিবাইককে চ্যালেঞ্জ করি। ইজিবাইকের যাত্রী রিমনকে আটক করে জিজ্ঞাসাবাদ করি। এ সময় রিমনের পায়ের দুই জুতার (কেডস) মধ্য থেকে সোনার ১০ পিস বার জব্দ করি।’

বিজিবি স্বর্ণের বারগুলোর মূল্য নির্ধারণ করেছে ৯৫ লাখ ৩৫ হাজার ৫৭৬ টাকা। বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারিতে জমা করা হয়েছে। গ্রেফতার রিমনকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবি বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা করেছে।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক বলেন, সোনার বারগুলো উদ্ধারের পর তা স্বর্ণকার দিয়ে যাচাই করা হয়েছে। যার ওজন ১ কেজি ১৬৪ গ্রাম। বাজারমূল্য প্রায় ৯৩ লাখ ৩৫ হাজার ৫৭৬ টাকা। তিনি আরও বলেন, স্বর্ণ পাচারকারীদের বিরুদ্ধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

Comments (0)
Add Comment