চুয়াডাঙ্গার সরিষাডাঙ্গায় মোটরসাইকেল-লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষ : ফলব্যবসায়ীর মৃত্যু

মুন্সিগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গার সদরের মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গায় স্যালোইঞ্জিন চালিত গরু বোঝাই লাটাহাম্বার ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নীলমণিগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী কোরবান আলীর করুণমৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে নীলমণিগঞ্জ ডিঙ্গেদাহ সড়কে সরিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক কোরবানের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিকসূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টার দিকে আমিরপুর গ্রামের মৃত সাবের আলীর ছেলে নীলমণিগঞ্জ বাজারের ফল ব্যবসায়ী পার্শ্ববর্তী কাথুলী গ্রামে জামাইবাড়ি যাওয়ার উদ্দেশে বের হন। মোটরসাইকেলযোগে নীলমণিগঞ্জ ডিঙ্গেদাহ সড়কের সরিষাডাঙ্গা গ্রামে পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা গরু বোঝাই স্যালোইঞ্জিন চালিত লাটাহাম্বার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। লাটাহাম্বার চালক স্থানীয়দের কোন কিছু বুঝে ওঠার আগেই লাটাহাম্বার নিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই ফল ব্যবসায়ী কোরবান আলীর মৃত্যু হয়। স্থানীয়রা কোরবান আলীর লাশ উদ্ধার করে আমিরপুরে নিয়ে আসে। গ্রামে লাশ পৌঁছুলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। নিহতের নিকটজনদের আজাহারিতে এলাকার বাতাস ভারি হয়ে ওঠে। গতকাল রাত ৯টার দিকে গ্রামের কবরস্থানে মরহুমের নামাজের জানাজা শেষে দাফন কাজ সম্পন্ন করা হয় বলে গ্রামসূত্রে জানা গেছে।

Comments (0)
Add Comment