চুয়াডাঙ্গায় অসহনীয় গরম : তাপপ্রবাহ অব্যাহত থাকার পূর্বাভাস

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হলেও বাস্তবে ৪৫ ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভূত হয়েছে। ভ্যাপসা গরমে নাভিশ^াস উঠেছে সাধারন মানুষের। ভূপরিম-লে বাষ্পের উপস্থিতির কারণেই এমনটি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া বিশেষজ্ঞদের একজন। অপরদিকে প্রবাহমান দাবদাহ আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বরে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দেশের ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে। মাদারীপুর, গোপালগঞ্জ, চাঁদপুর, নোয়াখালী এবং ফেনী জেলাসহ রাজশাহী, খুুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝঅরী ধরণের তাপপ্রবাহ। তা অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরির্বত থাকতে পারে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। ৪৮ ঘণ্টায় সামান্য আবহাওয়ার পরিবর্তন হতে পারে। ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে বঙ্গোপসাগরে ্একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে। দেশের সর্বোচ্চ তাপমাত্রা খুলনায় ৩৮ দশমিক ২ ও সর্বনি¤œ মাদারীপুরে ২৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৭ ও সর্বনি¤œ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। চুয়াডাঙ্গায় অসহনীয় মাত্রায় ভ্যাপসা গরমে সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে। সকাল থেকেই ছিলো তীব্র খরা। মাটিতে থাকা পানি রোদে যতো বাষ্পে রূপান্তর হয়েছে গরমের মাত্রা ততোই বেড়েছে। বৃহস্পতিবারও অভিন্ন অবস্থা বিরাজ করতে পারে।

Comments (0)
Add Comment