চুয়াডাঙ্গায় আজ সকালেই মারা গেলেন করোনা আক্রান্ত ৪ জন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে কোভিড-১৯ আক্রান্ত ৪ জন মারা গেছেন। আজ সোমবার সকাল ৮টার দিকে ৩ জন পুরুষ ও একজন নারীর মৃত্যু হয়। এ নিয়ে স্বাস্থ্য বিভাগের হিসেবে চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৬ জন।
হাসপাতালসূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা দামুড়গহুদার রায়সা গ্রামের ৭৪ বছর বয়সী নারীকে গত ২০ জুলাই সদর হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। নমুনা পরীক্ষা করে তার করোনা পজিটিভ হয়। আজ সোমবার (২ আগস্ট) সকালে মারা যান তিনি। জেলা সদরের যাদপুরের সহিদুল ইসলাম নামের ৭৯ বছর বয়ষী বৃদ্ধা সর্দি কাশি জ¦রে ভুগছিলেন। গত ২৩ জুলাই তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। প্রথমে হলুদ জোনে পরে কোভিড-১৯ পজিটিভ হলে নেয়া হয় রেডজোনে। আজ সকাল ৮টার দিকে মারা যান তিনি। দামুড়হুদা উপজেলার কলাবাড়ি গ্রামের ৪৪ বছর বয়সী আব্দুস সামাদকে সদর হাসপাতালে ভর্তি করা হয় গত ২২ জুলাই। আজ সকালে মারা যান তিনি। আব্দুস সামাদও কোভিড-১৯ পজিটিভ রোগী ছিলেন। আলমডাঙ্গা উপজেলার ফরিদপুর গ্রারেম দাউদ হোসেন নামের ৬৯ বছর বয়ষী বৃদ্ধকে গত ২২ জুলাই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল ৮টার দিকে তিনিও মারা যান। দাউদ হোসেন জোয়ার্দ্দার কোভিড-১৯ রোগী ছিলেন।
প্রসঙ্গত: চুয়াডাঙ্গা স্বাস্থ্য বিভাগ এ পর্যন্ত ২২ হাজার ৭শ ২৯ জনের নমুনা সংগ্রহ করেছে। রোববার রাত পর্যন্ত ২২ হাজার ৪শ ৩৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। মোট সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১শ ৩ জন। সুস্থ হয়েছেন ৪ হাজর ১শ ৬ জন। বর্তমানে সংক্রমিত সক্রিয় রোগীর মধ্যে হাসপাতালে রয়েছেন ৮৫ জন। বাড়িতে রয়েছেন ১ হাজার ৭শ ৩০ জন। গত এক সপ্তাহে নমুনা পরীক্ষা অনুপাতে শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩ দশমিক ৩০ শতাংশ।

Comments (0)
Add Comment