চুয়াডাঙ্গায় আরও ৭জনের করোনা শনাক্ত : হোম আইসোলেশনে ইসলামী ব্যাংক জীবননগর শাখার ১১ জন

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ৭জনের করোনা শনাক্ত হয়েছে। এদের সকলেই জীবননগরের। যার মধ্যে ইসলামী ব্যাংক জীবননগর শাখারই ৬ জন। এদিয়ে এই ব্যাংকের একই শাখার কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। তাছাড়া এ ব্যাঙ্কের নৈশ প্রহরী সোলায়মান করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
চুয়াডাঙ্গা জেলায় এপর্যন্ত ২০৩ জনের করোনা পজিটিভ হয়েছে। সুস্থতা পেয়েছেন ১শ ১০ জন। বুধবার (২৪ জুন)  রাতে সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, জেলার স্বাস্থ্য বিভাগ বুধবার নতুন ২৩ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করেছে। এদিন মোট ২১ জনের রিপোর্ট চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে পৌছুয়। যার মধ্যে ৭ জনের পজিটিভ বাকি ১৬ জনের নেগেটিভ হয়েছে। পজিটিভ ৭ জনের মধ্যে একজন নারী রয়েছেন। তিনিও জীবননগরের বাসিন্দা। একজন সাংবাদিকের স্ত্রী।
ইসলামী ব্যাংক জীবননগর শাখায় কর্মরত নৈশপ্রহরী দর্শনা বাসস্ট্যান্ডপাড়ার সোলায়মান করোনা আক্রান্ত হয়ে গত ১৭ জুন মারা যান। ব্যাংকের এ শাখার আরো ৫ জন করোনা আক্রান্ত। বুধবার একই সারিতে যুক্ত হলো আরও ৬ জন। এদের প্রায় সকলেই জীবননগরেই বসবাস করেন। আক্রান্ত শনাক্তের পর জীবননগরেই হোম আইসোলেশনে রয়েছেন।  অধিকাংশই থাকেন ম্যাচে। একজন চুয়াডাঙ্গা জেলা শহরে বসবাস করেন। প্রতিদিনই তিনি জীবননগর আসা যাওয়া করতেন। তবে গত ২২ জুন থেকে ব্যাঙ্কের এ শাখার সকল প্রকার কার্যক্রম বন্ধ করে দেয়া হয়। তাছাড়া জীবননগরের বেশ কিছু এলাকা রেডজোন ঘোষণা করে লকডাউন করা হয়েছে।

Comments (0)
Add Comment