চুয়াডাঙ্গায় আরও ৮ জনের মৃত্যু, শনাক্ত নেই

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ২৪ ঘন্টায় করোনা ভাইরাস আক্রান্ত কোন রোগী শনাক্ত এবং সুস্থ হয়নি। অপরদিকে বুধবার চুয়াডাঙ্গায় একজন করোনা আক্রান্ত ও সাতজন উপসর্গ নিয়ে মোট ৮ জনের মৃত্যু হলেও সিভিল সার্জনের দেয়া তথ্যে মৃত্যু সংখ্যা শূন্য বলা হয়েছে। ফলে স্বাস্থ্য বিভাগের হিসেবে জেলায় করোনায় মৃতের সংখ্যা পূর্বের মতো ১৬৩ জনেই রয়েছে। পূর্বের হিসেব অনুযায়ী জেলায় মোট আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৫৬৩ জনে। বুধবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয়।
বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম দৈনিক মাথাভাঙ্গাকে বলেন, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে সদর উপজেলার আলুকদিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের বাহার মালিতার ছেলে রবিউল ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ’র সদর হাসপাতালের রেডজোনে মৃত্যু হয়েছে। এ দিন উপসর্গ নিয়ে মারা গেছেন আরও সাতজন। উপসর্গ নিয়ে মারা যাওয়া সাতজনই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের হলুদজোনে চিকিৎসাধীন ছিলেন। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৪৬ জনের ও জেলার বাইরে ১৭ জনের। এদিকে বুধবার (২১ জুলাই) রাতে জেলা স্বাস্থ্য বিভাগের কাছে তিনজনের নমুনা পরীক্ষার ফলাফল আসে। এর মধ্যে কোন করোনা রোগী শনাক্ত হয়নি। এদিন কোন নমুনা সংগ্রহ করে পাঠাইনি স্বাস্থ্য বিভাগ।

Comments (0)
Add Comment