চুয়াডাঙ্গায় করোনা আক্রান্তের মধ্যে সুস্থতার হার বেড়েছে : নতুন আক্রান্ত ১৭

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় আরও ১৭ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। তবে গত কয়েকদিন ধরে শনাক্তের চেয়ে বেশি রোগী সুস্থ হচ্ছেন। শনিবার জেলার ৩২ জন সুস্থতার ছাড়পত্র পেয়েছেন। নমুনা দেয়া এবং নমুনা পরীক্ষার রিপোর্টও করোনা শনাক্তের হার হ্রাস পেয়েছে। ফলে চিকিৎসাধীন রোগীর সংখ্যা কমতে শুরু করেছে।

শনিবার চুয়াডাঙ্গা জেলা স্বাস্থ্য বিভাগের হাতে মোট ৪৪ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। এর মধ্যে ১৭ জনের  কোভিড-১৯ পজিটিভ হয়েছে। এ দিয়ে জেলায় এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ২শ ৪২ জন। নতুন ৩২ জনের সুস্থতা নিয়ে মোট সুস্থতার ছাড়পত্র পেয়েছেন ৭শ ৪৪ জন। শনিবার আরও ৪৭ জন করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন। আক্রান্তদের মধ্যে প্রতিষ্ঠানিক আইসোলশেন রয়েছেন ৩৩ জন। বাড়িতে বা হোম আইসোলেশনে রয়েছেন ৪শ ২৮ জন। এ পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ জনে। শনিবার যে ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে চুয়াডাঙ্গা সদর উপজেলার ১১ জন, আলমডাঙ্গা উপজেলার ১জন ও দামুড়হুদা উপজেলার ৫ জন। চুয়াডাঙ্গা সদর উপজেলার ১১ জনের মধ্যে ৪ জন সরোজগঞ্জের। মুসলিমপাড়ার ২জন, চাঁদমারি মাঠপাড়ার ১জন, মুক্তিপাড়ার ১জন, গুলশানপাড়ার ১জন, বোয়ালমারির ১জন, সুমিরদিয়ার ১জন। দামুড়হুদা উপজেলার ৫ জনের মধ্যে কলেজ রোডের ১জন, চিৎলার ৩জন, দামুড়হুদা সদরের ১জন। আলমডাঙ্গা উপজলার একজনের বাড়ি বণ্ডবিল।

Comments (0)
Add Comment