চুয়াডাঙ্গায় করোনা ও উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

চুয়াডাঙ্গায় ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এসময় উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন। এদিন নতুন করে ১৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫ হাজার ৫শ ৭৯ জন করোনা শনাক্ত হয়েছে।
শুক্রবার (২৩ জুলাই) সকালে দৈনিক মাথাভাঙ্গাকে বিষয়টি নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এ এস এম ফাতেহ আকরাম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় করোনায় তিনজনের মৃত্যু হয়েছে। উপসর্গ নিয়ে মারা গেছেন আরও চারজন জন। উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজনই সদর হাসপাতালের হলুদ জোনে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে জেলায় মৃতের সংখ্যা বেড়ে ১৬৬ জনে দাঁড়াল। এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে ১৪৯ জনের এবং জেলার বাইরে ১৭ জনের। বৃহস্পতিবার জেলায় ৬৩ নমুনা পরিক্ষায় করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। ১৬ জনের মধ্যে চুয়াডাঙ্গা সদরে ৭, আলমডাঙ্গায় ৩, দামুড়হুদায় ৫ এবং জীবননগরে ১ জন।

Comments (0)
Add Comment