চুয়াডাঙ্গায় হ্রাস পেয়েছে তাপমাত্রা : সারাদেশেই বিরাজ করছে ঝড় বৃষ্টির অনুকূল পরিবেশ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গাসহ সারা দেশেই তাপমাত্রা হ্রাস পেয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে দেশের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রবৃষ্টির সম্ভবনা বিরাজ করছে। ৪৮ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দুদিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং বরিশাল বিভাগের দু এক জায়দায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা চাঁদপুরে ৩৬ দশমিক শূন্য ও সর্বনি¤œ তেতুঁলিয়ায় ১৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। চুয়াডাঙ্গা সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ২৭ দশমিক ৮ ও সর্বনি¤œ ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। টাঙ্গাইলে ২৪ মিলিমিটার, ফরিদপুরে ১০ মিলিমিটার, মাদারীপুরে ১ মিলিমিটার, নিকলি ১১ মিলিমিটার, ময়মনসিংহে ২৬ মিলিমিটার, নেত্রকোনায় ২৬ মিলিমিটার, চট্টগ্রামে ১৮ মিলিমিটার, সন্দ্বীপে ১৪ মিলিমিটার, মাইজদীকোর্টে ৩১ মিলিমিটার, ফেনীতে ৩৮ মিলিমিটার, কক্সবাজারে ৬ মিলিমিটার, কুতুবদিয়ায় ৩ মিলিমিটার, সিলেটে ২ মিলিমিটার, শ্রীমঙ্গলে ৫১ মিলিমিটার, রাজশাহী ১৩ মিলিমিটার, ঈশ^রদী ১৮ মিলিমিটার, বগুড়ায় ১০ মিলিমিটার, বদলগাছী ১১ মিলিমিটার, রংপুর ২৫ মিলিমিটার, দিনাজপুরে ৬ মিলিমিটার, সৈয়দপুরে ১৬ মিলিমিটার, তেতুঁলিয়ায় ৪১ মিলিমিটার, খুলনায় ২ মিলিমিটার, মংলায় ৬ মিলিমিটার, সাতক্ষীরায় ১১ মিলিমিটার, যশোরে ১৮ মিলিমিটার, বরিশাল পটুয়াখালী ভোলায় সামান্য ¦ং খেপুপাড়ায় ১৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়।

Comments (0)
Add Comment