ডাকাতচক্রের দুই সদস্য গ্রেফতার : দেশীয় অস্ত্রসহ পিকআপ উদ্ধার

দর্শনা-হিজলগাড়ি সড়কে দড়ি বেধে রাস্তা আটকিয়ে ডাকাতির প্রস্তুতি

দর্শনা অফিস/বেগমপুর প্রতিনিধি: দর্শনা থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাতচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে। উদ্ধার করেছে দা, হাসুয়া, কাস্তে, দড়ি, চাবিসহ ৬ চাকার একটি পিকআপ। গত পরশু রোববার রাত পৌনে ২টার দিকে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় বিরাজ করছে আতঙ্ক। থানা পুলিশ সূত্রে জানা গেছে, দর্শনা থানা এলাকার দোস্ত গ্রামের দর্শনা-হিজলগাড়ি সড়কের পাশে পিকআপ রেখে দড়ি বেধে রাস্তা আটকিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো ৭/৮ সদসস্যের চোরচক্র। এ সংবাদে দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীরের নির্দেশে এসআই শেখ রকিবুল ইসলাম ও এএসআই কাজী বায়েজীদ সঙ্গীয় ফোর্সনিয়ে ওই এলাকায় বিশেষ অভিযান চালান। এ সময় পুলিশ দুজনকে গ্রেফতার করতে পারলেউ পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায় চোরচক্র। গ্রেফতারকৃতরা হলো কুষ্টিয়া জেলার ইবি থানার চরবাখৈল গ্রামের সুন্নত আলীর ছেলে তরিকুল ইসলাম (১৯) ও একই থানার কন্দপদিয়া গ্রামের সাত্তার আলীর ছেলে ইমরান আলী (১৯)। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ডাকাতির প্রস্তুতকালে চোরচক্রের দুই সদস্যসহ ২টি সুচালো লোহার রড, ১টি লোহার তৈরি দেশীয় দা, ২টি হাসুয়া, ১টি কাস্তে, দড়ি ও নীল রঙের ৬ চাকার একটি পিকআপ (যার রেজিঃ নং- ঢাকা-ন ১৩-৮৬০৪) উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত দুই চোরচক্রসহ পলাতক অজ্ঞাত ৩/৪ জনকে পলাতক আসামি করে দর্শনা থানায় মামলা দায়ের করেছে থানা পুলিশ।

Comments (0)
Add Comment