স্টাফ রিপোর্টার:বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশে পরিকল্পিতভাবে সংঘাত ও ইস্যু তৈরি করে নির্বাচনকে অনিশ্চিত করার ষড়যন্ত্র চলছে। তিনি সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, নিরপেক্ষ নির্বাচন না হলে দেশ অস্থিতিশীল হয়ে পড়বে।
তিনি আজ ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা সদরে দিনব্যাপী বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের সাথে পৃথক পৃথক মতবিনিময়কালে এসব কথা বলেন।
ধোবাউড়া উপজেলা সদরের জেলা পরিষদ ডাকবাংলো হলরুমে সকালে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, দুপুরে জাতীয়তাবাদী তাঁতীদল এবং বিকেলে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাথে মতবিনিময় সভায় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, অন্তর্বর্তী সরকারের ভুল সিদ্ধান্ত বা পদক্ষেপে জাতি চরম বিপদগ্রস্ত হতে পারে। সেজন্য তাদেরকে পরীক্ষামূলক কোনো পদক্ষেপ নয়, বাস্তবভিত্তিক সিদ্ধান্ত নিতে হবে। নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীল পরিস্থিতি আসবে না। তাই দ্রুত নির্বাচনের মাধ্যমে জনগণের আস্থা ফিরিয়ে আনতে হবে। এতদিনে অনেক সংস্কার হয়ে যেত উল্লেখ করে বিএনপির এই যুগ্ম মহাসচিব বলেন, উদ্দেশ্যমূলকভাবে সংস্কার প্রক্রিয়া বিলম্বিত করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে কি না, তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
তিনি পুরান ঢাকার সোহাগ হত্যাকাণ্ড এবং গোপালগঞ্জে এনসিপির সমাবেশে আওয়ামী সন্ত্রাসীদের হামলা ও নৈরাজ্যের কথা উল্লেখ করে বলেন, এসব ঘটনা নির্বাচন নিয়ে জনমনে সংশয় তৈরি করছে।
তিনি বলেন, কয়েকটি রাজনৈতিক দলের কর্মকাণ্ডে অনৈক্য সৃষ্টি হচ্ছে। এই সুযোগে ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠছে। দেশকে অস্থিতিশীল করতে চোরাগোপ্তা হামলা চালানো হচ্ছে। তিনি বলেন, বিএনপি বিগত দিনে সারা দেশে পুলিশের প্রটেকশনে থাকা আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীদের মোকাবিলা করে, ফ্যাসিবাদী দমন-নিপীড়ন উপেক্ষা করে আন্দোলন চালিয়ে গেছে। ফ্যাসিস্টদের কাছে মাথা নত করেনি।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তায় ক্ষোভ প্রকাশ করে হামলাকারী দুষ্কৃতিকারীদের অবিলম্বে গ্রেপ্তারের আহ্বান জানান। ফ্যাসিস্টদের ক্ষেত্রে কোনো ছাড় নেই বলেও তিনি মন্তব্য করেন।
তিনি বলেন, এনসিপির নেতারা বক্তব্য ও কর্মকাণ্ডে অপরিপক্বতার পরিচয় দিচ্ছেন। এজন্য তাদের সেনা যানে ফিরে আসতে হয়েছে। এতে তাদের ভাবমূর্তি যেমন ক্ষুণ্ণ হয়েছে, তেমনি গণঅভ্যুত্থানের শক্তিও হোঁচট খেয়েছে।
তিনি জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, জাতীয়তাবাদী তাঁতীদল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের প্রতি ওয়ার্ড পর্যায়ে স্ব-স্ব সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক আবদুল কুদ্দুস, মাহবুবুল আলম বাবুল, আবদুল মোমেন শাহীন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন, সদস্য সচিব কামরুল হাসান সুমন, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মিজানুর রহমান মনিক, সদস্য সচিব শামীম ইসলাম, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক উসমান গনি, সদস্য সচিব হাসান শাহ প্রমুখ বক্তব্য রাখেন।