নিরাপদ খাদ্য নিশ্চিতে বিষমুক্ত সবজি উৎপাদনের বিকল্প নেই

দামুড়হুদার জুড়ানপুরে দুই দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধনকালে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার জুড়ানপুরে দুই দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় দামুড়হুদা উপজেলার জুড়ানপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে ওই মেলার আয়োজন করে বেসরকারি প্রতিষ্ঠান প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থা। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) সুদীপ্ত কুমার সিংহ, দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান ও দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন জাপানের শেয়ার দ্য প্লানেট অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার চুচুই। প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার প্রকল্প সমš^য়কারী তোফায়েল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দেলোয়ার হোসেন, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলীসহ অন্যরা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। আমাদের দেশের মাটি খুবই উর্বর। জীবন যাপন ও কৃষি কাজের জন্য অন্যান্য দেশের আবহাওয়ার চেয়ে আমাদের দেশের আবহাওয়া সব থেকে ভালো। আমাদের নদী মাতৃক দেশ। এছাড়া বর্ষার সময়ে প্রচুর বৃষ্টি হয়। বৃষ্টির কারণে সবজিসহ সব ধরণের ফসল ভাল হয়। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এক ইঞ্চি জমিও যেন পড়ে না থাকে। আপনার বাড়ির চারপাশে ফলের গাছ লাগাবেন, সবজি চাষ করবেন। যেন কোন সবজি বা ফল কিনে খেতে না হয়। তবে, নিরাপদ খাদ্য নিশ্চিতে বিষমুক্ত সবজি উৎপাদন করার বিকল্প নেই। তিনি আরও বলেন, সমšি^ত কৃষিতেও অনেক লাভবান হচ্ছেন কৃষকরা। যারা বেকার যুবক রয়েছেন তারা নিজে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনীতিতে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা রাখতে পারেন। উদ্বোধন শেষে মেলার স্টল পরিদর্শন করেন অতিথিবৃন্দ। মেলায় বিভিন্ন কৃষি পণ্যের ৩০টি স্টল স্থান পেয়েছে। প্রত্যন্ত অঞ্চলে কৃষি মেলা দেখতে ভীড় জমান দর্শনার্থীরা। দ্বিতীয় অধিবেশনে ভাল কৃষি অনুশীলন ও জল সংরক্ষণ কৃষি বিষয়ে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান। মাটির স্বাস্থ্যের উন্নতি সম্পর্কে আলোচনা করেন ঝিনাইদহ জেলা এসআরডিআই’র সিএসও শাহাদাত হোসেন। নিরাপদ খাদ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তার গুরুত্ব নিয়ে আলোচনা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াদ রায়হান আবির। এছাড়া পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে আলোচনা করেন দামুড়হুদা উপজেলা কৃষি স¤প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস। বিকেলে কৃষকদের খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতরের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ আলী জিন্নাহ। স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা কৃষক ফেডারেশনের সভাপতি মোকলেসুর রহমান। সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করেন প্রত্যাশা সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক বিল্লাল হোসেন। পরে সেরা স্টল ও খেলা অংশ নেয়া কৃষকদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

ভিডিও প্রতিবেদন
Comments (0)
Add Comment