মেহেরপুরে করোনা আক্রান্ত একজনের মৃত্যু॥ নতুন আক্রান্ত আরও একজন

মেহেরপুর অফিস : মেহেরপুরে করোনা আক্রান্ত মহিবুল ইসলাম নামের একজন রোগী মারা গেছেন। এছাড়া নতুন আরও ্একজন করোনা পজেটিভ রোগি চিহ্নিত হয়েছেন। এ নিয়ে করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত জেলায় মোট মারা গেছেন ২২ জন। এছাড়া বর্তমানে জেলায় মোট করোনা ভাইরাস পজেটিভ রোগির সংখ্যা ৩৮ জন। মারা যাওয়া ব্যক্তি গাংনী উপজেলার বাসিন্দা ও নতুন আক্রান্ত ব্যক্তি মেহেরপুর সদর উপজেলার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টার দিকে মেহেরপুরের সিভিল সার্জন ডা. মোঃ নাসির উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এছাড়া একজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মেহেরপুর জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. মোঃ রফিকুল ইসলাম।
মেহেরপুর জেনারেল হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে মহিবুল ইসলাম সর্দি জ¦র ও শ^াসকষ্ট নিয়ে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে নমুনা পরীক্ষা করে তার দেহে করোনা পজেটিভ নিশ্চিত হওয়া যায়। গতকাল সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মহিবুল ইসলাম গাংনী উপজেলার কাজিপুর ইউনিয়নের হাড়াভাঙ্গা গ্রামের মৃত সালামত আলীর ছেলে।
এদিকে মেহেরপুর সিভিল সার্জন অফিস আরো জানায়, কুষ্টিয়া ল্যাবে পরীক্ষা শেষে এদিন রাতে নতুন ৯ টি রিপোর্ট পাওয়া যায়। যার মধ্যে ্একজনের দেহে করোনা পজেটিভ হয়। বাকিগুলোর ফলাফল নেগেটিভ হয়। এ নিয়ে এ পর্যন্ত মেহেরপুর জেলায় ৬ হাজার ৪৭৮ টি নমুনা পরীক্ষা করা হয়। এতে জেলায় সর্ব মোট ৮৯০ জনের দেহে করোনা পজেটিভ হয়। এর মধ্যে ৭৭২ জন সুস্থ্য হয়েছেন। যার মধ্যে সদর উপজেলায় ৪৪৪ জন, গাংনী উপজেলায ২৪৩ জন ও মুজিবনগর উপজেলায় ৮৫ জন রয়েছেন। এছাড়া এ বাকি চকিৎসাধীন ৩৮ জনের মধ্যে সদরে ১২ জন, গাংনী উপজেলায় ১৭ জন ও মুজিবনগর উপজেলায় ৯ জন রয়েছেন। মারা গেছেন ২২ জন। মারা যাওয়া ২২ জনের মধ্যে সদর উপজেলার ১৩ জন, গাংনী উপজেলার ৭ জন এবং মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন। এছাড়া ট্রান্সফার্ড হয়েছেন ৬৬ জন। এদের মধ্যে সদর উপজেলার ৪৯ জন, গাংনী উপজেলার ১৫ জন ও মুজিবনগর উপজেলার ২ জন রয়েছেন।

Comments (0)
Add Comment